facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ০৫ ডিসেম্বর বৃহস্পতিবার, ২০২৪

Walton

নড়িয়ায় স্বাস্থ্য কমপ্লেক্সে স্থানান্তর না করার দাবী


০৫ সেপ্টেম্বর ২০২৪ বৃহস্পতিবার, ০৭:০৬  পিএম

জাহাঙ্গীর ছৈয়াল

শেয়ার বিজনেস24.কম


নড়িয়ায় স্বাস্থ্য কমপ্লেক্সে স্থানান্তর না করার দাবী

নড়িয়া উপজেলার   কেদার পুর ইউনিয়নের মুলফত গঞ্জ  এলাকায় অবস্থিত ৫০ শয্যার সরকারী স্বাস্থ্য কমপ্লেক্স টি স্থানান্তর না করার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল  এলাকাবাসী।

বৃহস্পতিবার সকালে স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানব বন্ধনে অংশ নেন স্থানীয় জন প্রতিনিধি সহ এলাকার সর্বস্থরের সাধারণ মানুষ।

মানববন্ধন থেকে স্থানীয় জনসাধারণের দাবি দীর্ঘদিনের প্রতিষ্ঠিত এই স্বাস্থ্য কমপ্লেক্সে যেন কেদার পুর ইউনিয়ন থেকে অন্য কোথাও স্থানান্তর না করা হয়। তাহলে সরকারী স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত হবেন হাজার হাজার মানুষ

 

মানবন্ধন শেষে এলাকাবাসী মুলফত গঞ্জ বাজারে তাদের দাবি কার্যকর করার দাবিতে বিক্ষোভ মিছিল করেন।   

 

 

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন: