facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ১৮ মার্চ মঙ্গলবার, ২০২৫

Walton

নতুন আমিরের নাম ঘোষণা দিলো কুয়েত


১৬ ডিসেম্বর ২০২৩ শনিবার, ১১:৫২  পিএম

ডেস্ক রিপোর্ট

শেয়ার বিজনেস24.কম


নতুন আমিরের নাম ঘোষণা দিলো কুয়েত

কুয়েতের আমির শেখ নাওয়াফ আল-আহমদ আল-জাবের আল-সাবাহ মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ শনিবার তিনি মারা যান। ৮৬ বছর বয়সী আমিরের মৃত্যুর দিনই নতুন আমিরের নাম ঘোষণা করেছে কুয়েত।

কুয়েতের উপপ্রধানমন্ত্রী ও মন্ত্রিপরিষদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইসা আল-কান্ডারি এক বিবৃতিতে জানিয়েছেন, নতুন আমির হিসেবে কুয়েতের ক্রাউন প্রিন্স ও শেখ নাওয়াফের সৎভাই শেখ মেশাল আল-আহমাদ আল-জাবের আল-সাবাহর নাম ঘোষণা করা হয়েছে।

এর আগে কুয়েত আমিরি সরকারের মন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাহ আল সাবাহ রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া বিবৃতিতে দেশটির আমিরের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তবে তার মৃত্যুর কোনো কারণ জানায়নি কুয়েত সরকার। শেখ নাওয়াফের মৃত্যুতে ৪০ দিনের রাষ্ট্রীয় শোকের ঘোষণা দিয়েছে দেশটি।

বিবৃতিতে শেখ মোহাম্মদ আব্দুল্লাহ আল সাবাহ বলেন, ‘অতি দুঃখ ও শোকের সঙ্গে আমরা (কুয়েতের জনগণ, আরব ও ইসলামি জাতি এবং সারা বিশ্বের বন্ধু জনগণ) জানাচ্ছি যেকুয়েতের আমির আমির শেখ নাওয়াফ আল-আহমদ আল-জাবের আল-সাবাহ আজ শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।’

শেখ নাওয়াফ ২০২০ সালে কুয়েতের আমির হন। ওই বছর ৯১ বছর বয়সে তার সৎভাই শেখ সাবাহ আল-আহমাদ-আল-জাবের-আল-সাবাহ যুক্তরাষ্ট্রে মারা যান।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন:

বিশেষ প্রতিবেদন -এর সর্বশেষ