facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ২১ ডিসেম্বর শনিবার, ২০২৪

Walton

নতুন উপদেষ্টাদের শপথ: ক্ষোভ ঝাড়লেন দুই সমন্বয়ক হাসনাত-সারজিস


১১ নভেম্বর ২০২৪ সোমবার, ১০:০৮  এএম

স্টাফ রিপোর্টার

শেয়ার বিজনেস24.কম


নতুন উপদেষ্টাদের শপথ: ক্ষোভ ঝাড়লেন দুই সমন্বয়ক হাসনাত-সারজিস

অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদে যুক্ত হয়েছে নতুন তিন মুখ। রোববার (১০ নভেম্বর) সন্ধ্যায় শপথ গ্রহণ করেন তিন উপদেষ্টা সেখ বশির উদ্দিন, মোস্তফা সরয়ার ফারুকী ও মাহফুজ আলম। তাদের শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন। এদিকে উপদেষ্টার শপথ ইস্যুতে ক্ষোভ ঝেড়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ ও সারজিস আলম।

শপথ পাঠের সময় পেছনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি থাকার বিষয়ে সোমবার ভোররাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে হাসনাত আবদুল্লাহ বলেন, “আমরা সারাদিন লীগ তাড়াবো আর বলবো, ‘মুজিববাদ, মুর্দাবাদ।’ আর তারা মুজিবের ছবি পিছনে টানিয়ে করে শপথ পাঠ।”

এর আগে মধ্যরাতে আরেক সমন্বয়ক সারজিস আলম তার ফেসবুক পেজে উপদেষ্টা ইস্যুতে লিখেছেন, “শুধু ১টা বিভাগ থেকে ১৩জন উপদেষ্টা! অথচ উত্তরবঙ্গের রংপুর, রাজশাহী বিভাগের ১৬টা জেলা থেকে কোনো উপদেষ্টা নাই! তার উপর খুনী হাসিনার তেলবাজরাও উপদেষ্টা হচ্ছে!”

প্রসঙ্গত, রোববার সন্ধ্যায় শপথ নেওয়া তিন উপদেষ্টার মধ্যে শিল্পগোষ্ঠী আকিজ-বশির গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সেখ বশির উদ্দিনকে বাণিজ্য, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের দায়িত্ব এবং মোস্তফা সরওয়ার ফারুকীকে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম উপদেষ্টা হিসেবে শপথ নিলেও তাকে এখনো দায়িত্ব বণ্টন করা হয়নি।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন:

জাতীয় -এর সর্বশেষ