facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ১২ জানুয়ারি রবিবার, ২০২৫

Walton

নতুন জিআর ৫ ফোনে ডুয়াল ক্যামেরা


০২ ডিসেম্বর ২০১৬ শুক্রবার, ০৬:৪৯  পিএম

শেয়ার বিজনেস24.কম


নতুন জিআর ৫ ফোনে ডুয়াল ক্যামেরা

বাংলাদেশের বাজারে ‘জিআর ৫’ নতুন একটি সংস্করণ উন্মোচন করেছে হুয়াওয়ে। এটি কিনতে খরচ পড়বে ২১ হাজার ৯৯০ টাকা। হ‌্যান্ডসেটটি ৬ মাসের কিস্তিতেও কেনা যাবে।
 
বৃহস্পতিবার রাজধানীর একটি অভিজাত হোটেলে `জিআর ৫ (২০১৭)` নামের ফোনটি উন্মোচন করে হুয়াওয়ে।
 
এতে থাকছে ৫.৫ ইঞ্চি হাই-ডেফিনেশন ডিসপ্লে, হাইসিলিকন কিরিন ৬৫৫ মডেলের অক্টাকোর প্রসেসর, অ্যান্ড্রয়েড ৬.০ ম্যার্শমেলো অপারেটিং সিস্টেম, ৩ জিবি র‍্যাম, ৩২ জিবি রম যা মাইক্রো এসডি কার্ড দিয়ে ১২৮ জিবি পর্যন্ত বাড়ানো যাবে।
 
ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ থাকছে ডিভাইসটিতে, যার একটি ক্যামেরা ১২ মেগাপিক্সেল এবং অপরটি ২ মেগাপিক্সেলের। এর ফ্রন্ট ফেইসিং ক্যামেরা ৮ মেগাপিক্সেলের।
 
এতে আরও থাকছে ফিঙ্গারপ্রিন্ট সুবিধা ও ৩৩৪০ মিলিঅ‌্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি।
 
বর্তমানে ডিভাইসটির আগাম ক্রয়াদেশ শুরু হয়েছে। আগাম ক্রয়াদেশে পাওয়া যাবে আকর্ষণীয় উপহার। এর মধ্যে রয়েছে ব‌্যাকপ‌্যাক, সেলফি স্টিক এবং ৩২ জিবি মাইক্রোএসডি কার্ড।
 

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন:

বিজ্ঞান ও প্রযুক্তি -এর সর্বশেষ