৩১ ডিসেম্বর ২০২৪ মঙ্গলবার, ০২:০৬ পিএম
স্টাফ রিপোর্টার
শেয়ার বিজনেস24.কম
নতুন পঞ্চম শ্রেণির বইয়ে মুক্তিযুদ্ধের ‘আমাদের মুক্তিযুদ্ধ’ অধ্যায়ে মজলুম জননেতা মওলানা ভাসানী, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং জাতীয় চার নেতার ছবি অন্তর্ভুক্ত হয়েছে। এতে পাকিস্তানি বাহিনীর গণহত্যা এবং স্বাধীনতার ঘোষণার বিষয়গুলো পুনর্বিন্যাস করা হয়েছে।
এখানে উল্লেখ করা হয়েছে যে, ২৬ মার্চ ১৯৭১ তারিখে মেজর জিয়াউর রহমান চট্টগ্রামের কালুরঘাট বেতারকেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা দেন এবং পরদিন বঙ্গবন্ধুর পক্ষে পুনরায় ঘোষণা দেন।
চতুর্থ শ্রেণির বইয়ে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণের ছবি ও মেজর জিয়ার স্বাধীনতার ঘোষণা দেওয়ার ছবি যুক্ত হয়েছে। পুরোনো বইয়ের তুলনায় নতুন বইয়ে তথ্যগুলো আরও বিস্তৃত ও নিরপেক্ষভাবে তুলে ধরা হয়েছে।
পঞ্চম শ্রেণির ‘আমার বাংলা বই’-তে নতুন করে সংযোজিত ছয়টি প্রবন্ধ, কবিতা বা ছড়া রয়েছে। এর মধ্যে ‘আমরা তোমাদের ভুলব না’ প্রবন্ধে জুলাই গণ-অভ্যুত্থানের শহীদ আবু সাঈদ ও মীর মাহফুজুর রহমান মুগ্ধসহ অন্যান্য শহীদদের স্মরণ করা হয়েছে।
এনসিটিবি চেয়ারম্যান অধ্যাপক এ কে এম রিয়াজুল হাসান জানিয়েছেন, নতুন বইগুলোতে রাজনৈতিক দলীয় প্রভাব মুক্ত রেখে ইতিহাসের নায়কদের যথাযথ গুরুত্ব দেওয়া হয়েছে। অতিবন্দনা এড়িয়ে, জনদাবির ভিত্তিতে জুলাই গণ-অভ্যুত্থানের মতো ঐতিহাসিক ঘটনাগুলোকে অন্তর্ভুক্ত করা হয়েছে।
এবার পাঠ্যবইয়ের পরিবর্তনের মাধ্যমে শিক্ষার্থীদের আরও সমৃদ্ধ, নিরপেক্ষ এবং তথ্যসমৃদ্ধ শিক্ষাক্রম প্রদান করা হয়েছে বলে এনসিটিবি আশাবাদী।
শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।