০৪ নভেম্বর ২০১৬ শুক্রবার, ০৮:৪৬ পিএম
শেয়ার বিজনেস24.কম
নতুন বছর থেকে বেশ কিছু ফোনে চলবে না হোয়াটসঅ্যাপ। অর্থাৎ আর মাত্র দু`মাস, এরপর থেকে বেশ কিছু স্মার্টফোন থেকে হাওয়া হয়ে যাবে হোয়াটসঅ্যাপ। ইতোমধ্যেই এ সংক্রান্ত মেসেজ পাঠানো শুরু হয়েছে ওইসব ফোনে।
সম্প্রতি বেশ কিছু নতুন ফিচার যোগ করেছে হোয়াটসঅ্যাপ। ওইসব ফিচার চালাতে অক্ষম বেশ কিছু ফোনের অপারেটিং সিস্টেম। কিন্তু কোম্পানি চাইছে, নতুন ফিচারসহ গ্রাহকদের কাছে যাক হোয়াটসঅ্যাপ। এক্ষেত্রে নকিয়া, ব্ল্যাকবেরির কয়েকটি সিরিজের ফোন, উইন্ডোজ ৭-এ চলা ফোনসহ বেশ কিছু ফোনে কাজ করবে না হোয়াটসঅ্যাপ।
নতুন বছরের শুরু থেকে যেসব অপারেটিং সিস্টেম চালিত ফোনে হোয়াটসঅ্যাপ চলবে না সেগুলো হলো ব্ল্যাকবেরি ১০, নকিয়া এস ৪০, নকিয়া সিমবিয়ান এস ৬০, অ্যান্ড্রয়েড ২.১ ও ২.২, উইন্ডোজ ৭.১, আইফোন ৩জিএস বা আইওএস ৬।
শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।