০৪ মার্চ ২০২৫ মঙ্গলবার, ০১:০৮ পিএম
ডেস্ক রিপোর্ট
শেয়ার বিজনেস24.কম
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, "আওয়ামী লীগের রাজনৈতিক ফয়সালা বিচারিক প্রক্রিয়ায় করতে হবে।"
আজ মঙ্গলবার সকালে জাতীয় স্মৃতিসৌধে শহীদদের শ্রদ্ধা জানিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, "২০২৪ সালের ছাত্র-জনতার গণঅভ্যুত্থান শুধু সরকার পরিবর্তনের জন্য হয়নি, বরং শাসন কাঠামো ও সংবিধান বদলে নতুন বাংলাদেশ গড়তে হয়েছে।"
তিনি আরও বলেন,
"১৯৭১ সালে মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা স্বাধীনতা পেলেও, প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়নি। বারবার গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো ভেঙে পড়েছে, একদলীয় স্বৈরতন্ত্র কায়েম হয়েছে। তাই, আমরা `সেকেন্ড রিপাবলিক` প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছি।"
তিনি জানান, "দেশে পুরনো সংবিধান ও শাসন কাঠামো রেখে জনগণের কল্যাণ সম্ভব নয়। এজন্য নতুন সংবিধান ও গণপরিষদ নির্বাচন প্রয়োজন।"
নিবন্ধন পেতে সাংগঠনিক কার্যক্রম জোরদারের বিষয়ে তিনি বলেন, "আমরা দ্রুততম সময়ের মধ্যে নিবন্ধনের শর্ত পূরণ করব এবং এই মাসের মধ্যেই গঠনতন্ত্র প্রণয়ন শুরু করব।"
জুলাই গণঅভ্যুত্থানে সংগঠিত গণহত্যার বিচার দ্রুত কার্যকর করার দাবি জানিয়ে তিনি বলেন,
"অভ্যুত্থানে আমাদের প্রতিশ্রুতি ছিল—জুলাই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের বিচার দেখতে চায় বাংলাদেশ। ১৫ বছর ধরে যারা জুলুম করেছে, তাদেরও বিচারের আওতায় আনতে হবে।"
তিনি আরও বলেন, "ন্যায়বিচার নিশ্চিত করতেই জাতীয় সংলাপের মাধ্যমে `জুলাই সনদ` ও `জুলাই ঘোষণাপত্র` বাস্তবায়ন করতে হবে।"
এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দিন পাটোয়ারী বলেন, "আমাদের স্লোগান `ইনকিলাব জিন্দাবাদ` নিয়ে অনেকের আপত্তি আছে। কিন্তু আমরা বলতে চাই, এই জনগণ আকাশের বুকে ইনকিলাব লিখে দেবে ইনশাআল্লাহ।"
তিনি আরও জানান, "আগামী গণপরিষদ নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে এনসিপি, নতুন সংবিধান রচনার প্রয়োজনীয়তা দেখা দিয়েছে।"
এনসিপির সদস্যসচিব আখতার হোসেন বলেন,
"১৯৭১ সালের মুক্তিযুদ্ধের মূল লক্ষ্য ছিল সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার। গত ৫৪ বছরেও এগুলো অর্জিত হয়নি। এনসিপি সেই লক্ষ্য বাস্তবায়নে কাজ করবে।"
তিনি আরও বলেন, "বর্তমান বাস্তবতায় নতুন সাংবিধানিক কাঠামো দরকার। তাই গণপরিষদ নির্বাচন এবং সেই নির্বাচিত প্রতিনিধিদের সংসদীয় ভূমিকা নিশ্চিত করতে হবে।"
জাতীয় নাগরিক পার্টির নেতাদের বক্তব্যে স্পষ্ট—তারা সংবিধান বদলে নতুন বাংলাদেশ গড়তে চায়। রাজনৈতিক সংস্কার, নতুন কাঠামোর সরকার এবং বিচারিক প্রক্রিয়ায় আওয়ামী লীগের রাজনৈতিক পরিণতির দাবি তাদের অগ্রাধিকারে রয়েছে। এখন দেখার বিষয়, এই দাবিগুলো বাস্তবায়নে তারা কতদূর যেতে পারে!
শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।