১৪ মে ২০২৩ রবিবার, ১১:১১ এএম
বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক
শেয়ার বিজনেস24.কম
চীনে বিক্রি হ্রাসের পর উদীয়মান বাজারের খোঁজে কোমর বেঁধে নেমেছে আইফোন নির্মাতা প্রতিষ্ঠান। অ্যাপল এক ঘোষণায় জানিয়েছে, আগামী সপ্তাহে ভিয়েতনামে তাদের প্রথম অনলাইন স্টোর চালু হবে। খবর ফ্রি মালয়েশিয়া টুডের।
ক্যালিফোর্নিয়াভিত্তিক কোম্পানি কুপারটিনো সম্প্রতি ভারতে প্রথম অ্যাপল স্টোর খুলেছে। এর কয়েক সপ্তাহের মাথায় নতুন বাজারের খবর এলো।
ভারতে অ্যাপলের পণ্য নিয়ে আউটলেট চালু হয়েছে মুম্বাই ও দিল্লিতে। উদীয়মান বাজারের তরুণ জনগোষ্ঠীকে লক্ষ্য করে অ্যাপলের সিইও টিম কুক নতুন পরিকল্পনা সাজিয়েছেন। সাধারণত খুচরা বিক্রির দোকান খোলার আগে অনলাইন স্টোরের মাধ্যমে কোনো দেশের বাজারে প্রবেশ করে অ্যাপল।
অবশ্যই লাইসেন্সপ্রাপ্ত বিক্রেতাদের মাধ্যমে ভিয়েতনামে পণ্য বিক্রি করে প্রযুক্তি জায়ান্টটি। ২০২০ সালে প্রথমবার ভারতে একটি অনলাইন স্টোর চালু করে অ্যাপল। এর তিন বছর পর প্রতিষ্ঠিত হলো খুচরা বিক্রির স্টোর।
শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।