২২ ফেব্রুয়ারি ২০২৫ শনিবার, ১০:৩৭ পিএম
স্টাফ রিপোর্টার
শেয়ার বিজনেস24.কম
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পৈতৃক সম্পত্তি দখলের চেষ্টাকে কেন্দ্র করে সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন প্রয়াত জনপ্রিয় অভিনেত্রী দিতি ও সোহেল চৌধুরীর মেয়ে লামিয়া চৌধুরী। আজ শনিবার বিকেল তিনটার দিকে এ ঘটনা ঘটে। হামলার সময় লামিয়া চৌধুরী ফেসবুক লাইভে এসে ঘটনার বর্ণনা দেন।
লাইভ ভিডিওতে দেখা যায়, একদল উত্তেজিত ব্যক্তি লামিয়া ও তাঁর আত্মীয়দের দিকে ধেয়ে আসছেন। লামিয়ার অভিযোগ, হামলাকারীরা তাঁদের গাড়ির ওপর ইট ছুড়ে মারে, ফলে গাড়ির জানালার কাচ ভেঙে যায়। একপর্যায়ে তাঁকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়, এতে তাঁর পা ভেঙে যায়।
গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে কান্নাজড়িত কণ্ঠে লামিয়া বলেন, ‘আম্মা মারা যাওয়ার পর প্রতি সপ্তাহের শুক্র ও শনিবার কাজিনদের সঙ্গে পৈতৃক ভিটায় যাই। আজও গিয়েছিলাম, কিন্তু সেখানে পৌঁছানোর পরই সন্ত্রাসীদের হামলার শিকার হই। তারা দলবদ্ধ হয়ে অস্ত্র নিয়ে আসে আমাদের মারার উদ্দেশ্যে। আমার ওড়না টেনে ছিঁড়ে ফেলা হয়েছে, ফোন কেড়ে নেওয়া হয়েছে।’
তিনি আরও বলেন, ‘আমার মা-বাবা মারা যাওয়ার পর থেকে আমাদের সম্পত্তি দখলের চেষ্টা চলছে। আমার ভাই দেশে নেই, আমি একাই সব সামলাচ্ছি। এই দুর্বলতাকে কাজে লাগিয়ে একের পর এক হামলা চালানো হচ্ছে।’
এ ঘটনার পর লামিয়া চৌধুরী ফেসবুকে লিখেছেন, ‘আমার সাথে কি কেউ নাই? আমার মা–বাবা মারা গেছে বলে আমার পাশে কি কেউ নাই?’ পরে আরও এক পোস্টে তিনি জানান, ‘আমার পা ভেঙে ফেলেছে ওরা, হাসপাতালে যেতেও বাধা দিচ্ছে।’
এ বিষয়ে এখনো প্রশাসনের কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে লামিয়া আইনি ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন বলে জানিয়েছেন।
শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।