facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ০৫ ফেব্রুয়ারি বুধবার, ২০২৫

Walton

নাঈমের সামনে রুশোর রেকর্ড! পারবেন কি ভাঙতে?


০৪ ফেব্রুয়ারি ২০২৫ মঙ্গলবার, ১০:৫৮  এএম

ডেস্ক রিপোর্ট

শেয়ার বিজনেস24.কম


নাঈমের সামনে রুশোর রেকর্ড! পারবেন কি ভাঙতে?

প্রথম সুযোগেই বিপিএলের সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় শীর্ষে উঠে এলেন মোহাম্মদ নাঈম। তানজিদ হাসানকে টপকে এবারের আসরে এখন সবচেয়ে বেশি রানের মালিক খুলনা টাইগার্সের এই ওপেনার। এলিমিনেটর ম্যাচে রংপুর রাইডার্সের বিপক্ষে ৪৮ রানের ইনিংস খেলে ৪৯২ রানে পৌঁছেছেন নাঈম।

তবে এখানেই থামতে চান না ২৫ বছর বয়সী এই ব্যাটসম্যান। বিপিএলের এক মৌসুমে সর্বোচ্চ রানের রেকর্ড এখন রাইলি রুশোর দখলে, ২০১৮-১৯ মৌসুমে রংপুর রাইডার্সের হয়ে ৫৫৮ রান করেছিলেন তিনি। রুশোর সেই রেকর্ড ভাঙতে নাঈমের দরকার আর মাত্র ৬৭ রান।

এখন পর্যন্ত এবারের আসরে নাঈম করেছেন এক সেঞ্চুরি ও তিনটি ফিফটি। রংপুর রাইডার্সের বিপক্ষে তার পারফরম্যান্স ছিল নজরকাড়া—তিন ম্যাচে করেছেন ২১৭ রান। নাজমুল হোসেন শান্তর করা বাংলাদেশের এক মৌসুমে সর্বোচ্চ ৫১৬ রানের রেকর্ড ভাঙতেও নাঈমের দরকার মাত্র ২৫ রান।

নাঈম কি পারবেন এক মৌসুমে সর্বোচ্চ রানের ইতিহাস গড়তে? তার সামনে এখন হাতছানি দিচ্ছে বিপিএল রেকর্ড বইয়ে নিজের নাম স্বর্ণাক্ষরে লেখানোর সুবর্ণ সুযোগ!

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন: