১০ মে ২০২৪ শুক্রবার, ০৭:২৮ পিএম
মোহাম্মদ আলী, নাচোল উপজেলা প্রতিনিধি:
শেয়ার বিজনেস24.কম
![]() |
চাঁপাইনবাবগঞ্জের নাচলে ৬ষ্ঠ উপজেলা নির্বাচনে বিপুল ভোটে পুনরায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন ঘোড়া প্রতীকের প্রার্থী আব্দুল কাদের ও পুরুষ ভাইস চেয়ারম্যান পদে কামাল উদ্দিন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে শামীমা ইয়াসমিন লিপি কে বে সরকারী ভাবে বিজয়ী ঘোষনা করা হয়েছে।
ঘোড়া প্রতীক নিয়ে আব্দুল কাদের ভোট পেয়েছেন ৩৩ হাজার ৯৯২ টি তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আনারস প্রতীকের প্রার্থী আবু রেজা মোস্তফা কামাল শামীম ১০ হাজার ৮৭০ ভোট পেয়েছেন। ঘোড়া প্রতীক কে ২৩ হাজার ১২২ ভোটে বিজয়ী ঘোষণা করেন সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন অফিসার দুলাল হোসেন।পুরুষ ভাইস চেয়ারম্যান পদে চশমা প্রতীকের কামাল উদ্দিন ১৯ হাজার ৫৫৫ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী তালা প্রতীকের প্রার্থী বর্তমান ভাইস চেয়ারম্যান মশিউর রহমান বাবু ১৬ হাজার ৯২৫ ভোট পেয়েছেন । ২ হাজার ৬৩০ ভোটে কামাল উদ্দিনকে বিজয়ী ঘোষণা করা হয় । অপরদিকে টিউবওয়েল প্রতীক নিয়ে আশরাফুল হক পেয়েছেন ৭ হাজার ৫৪৮ ভোট।
এদিকে মহিলা ভাইস চেয়ারম্যান পদে বৈদ্যুতিক পাখা প্রতীকের প্রার্থী মহিলা ভাইস চেয়ারম্যান শামীমা ইয়াসমিন লিপি ২৯ হাজার ৩৪০ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হাঁস প্রতীকের প্রার্থী জান্নাতুন নাঈম মুন্নি ১৫ হাজার ০৮২ ভোট পেয়েছেন। ১৪ হাজার ২৫৮ ভোট পেয়ে বে সরকারী ভাবে শামীম ইয়াসমিন লিপিকে বিজয়ী ঘোষণা করা হয়।
এর আগে বুধবার সকাল ৮ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত শান্তিপূর্ণ ভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গ্রহণ শেষে উপজেলা পরিষদের হলরুমে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন সহকারী রিটার্নিং কর্মকর্তা মোঃ দুলাল হোসেন।
উপজেলা সহকারি রিটানিং অফিসার ও উপজেলা নির্বাচন অফিসার দুলাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। প্রদত্ত ভোটের শতকরা হার ৩৭.৩% কাস্টিং হয়েছে। নাচোল উপজেলায় ভোটার সংখ্যা ১ লাখ ২৫ হাজার ৭৬, এরমধ্যে ৪৬ হাজার ৩১৭ জন তাদের ভোটার অধিকার প্রয়োগ করেছেন। চেয়ারম্যান পদে ২৪৫৩, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ২২৮৯ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১৮৯৫ ভোট বাতিল বলে জানা গেছে। বুধবার (৮মে) নাচোল উপজেলার ৫৭টি ভোট কেন্দ্রে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই সুষ্ঠ,অবাদ ও নিরপেক্ষ ভাবে সকাল ৮ টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহন অনুষ্ঠিত হয়।
শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।