facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ১১ মার্চ মঙ্গলবার, ২০২৫

Walton

নাটকীয় উত্থান-পতন! আলিফ ইন্ডাস্ট্রিজের শেয়ারে অস্বাভাবিক লেনদেন


১০ মার্চ ২০২৫ সোমবার, ১১:৩৯  পিএম

ডেস্ক রিপোর্ট

শেয়ার বিজনেস24.কম


নাটকীয় উত্থান-পতন! আলিফ ইন্ডাস্ট্রিজের শেয়ারে অস্বাভাবিক লেনদেন

শেয়ারবাজারে তালিকাভুক্ত আলিফ ইন্ডাস্ট্রিজের শেয়ারে একদিনের ব্যবধানে চরম উত্থান-পতনের চিত্র দেখা গেছে। রোববার (৯ মার্চ) ক্রেতা সংকটে পড়ে শেয়ারটি `বামে হল্টেড` হয়, আর একদিন পরেই সোমবার (১০ মার্চ) বিক্রেতা সংকটে পড়ে `ডানে হল্টেড` হয়।

প্রথম দিন: শেয়ারদামে বড় পতন

ডিএসই সূত্রে জানা গেছে, ১৩ জানুয়ারি আলিফ ইন্ডাস্ট্রিজের শেয়ারদাম ছিল ৯৬ টাকা। এরপর থেকে শেয়ারটির মূল্য ক্রমাগত কমতে থাকে। রোববার শেয়ারটির দাম ৭৪ টাকা ১০ পয়সা থেকে ৭ টাকা ৪০ পয়সা বা ৯.৯৯ শতাংশ কমে ৬৬ টাকা ৭০ পয়সায় নেমে যায়। দিনশেষে কোম্পানিটির ১০ লাখের বেশি শেয়ারের বিক্রেতা থাকলেও কোনো ক্রেতা পাওয়া যায়নি। ফলে শেয়ারটি বামে হল্টেড হয়ে যায়।

পরদিন: নাটকীয় উত্থান ও ফের বিক্রেতা সংকট

সোমবার লেনদেনের শুরুতে শেয়ারটির দাম ৪-৫ শতাংশ কমে লেনদেন হয়। কিন্তু কিছুক্ষণ পরেই শেয়ারটির মূল্য বাড়তে শুরু করে। এক পর্যায়ে ৬ টাকা ৬০ পয়সা বা ৯.৮৯ শতাংশ বেড়ে ৭৩ টাকা ৩০ পয়সায় পৌঁছে যায় এবং ডানে হল্টেড হয়। তবে এই অবস্থা বেশিক্ষণ স্থায়ী হয়নি। সেল প্রেসার বাড়তে থাকলে শেয়ারটির দাম ফের কমতে থাকে। কিন্তু দিনশেষে ক্রেতার সংখ্যা বিক্রেতার চেয়ে বেশি দেখা যায়। শেয়ারটির ক্লোজিং মূল্য দাঁড়ায় ৬৯ টাকা ৭০ পয়সা, যা আগের দিনের চেয়ে ৩ টাকা বা ৪.৫০ শতাংশ বেশি।

আলিফ ইন্ডাস্ট্রিজের আর্থিক অবস্থা

৩০ জুন ২০২৪ অর্থবছরে আলিফ ইন্ডাস্ট্রিজ শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে। চলতি ২০২৪-২৫ অর্থবছরের প্রথম ছয় মাসে (জুলাই-ডিসেম্বর) কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (EPS) হয়েছে ১ টাকা ৫০ পয়সা, যা আগের বছর একই সময়ে ছিল ৯৮ পয়সা।

এই অস্বাভাবিক শেয়ারমূল্যের ওঠানামা বিনিয়োগকারীদের মধ্যে কৌতূহল ও শঙ্কা তৈরি করেছে। বিশেষজ্ঞরা বলছেন, কোম্পানিটির শেয়ারদামের এই অস্বাভাবিক ওঠানামার পেছনে কোনো গোষ্ঠীর কারসাজি রয়েছে কিনা তা খতিয়ে দেখা উচিত।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন:

শেয়ারবাজার -এর সর্বশেষ