facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ১২ জানুয়ারি রবিবার, ২০২৫

Walton

নাম বদলালেই আইফোন ফ্রি!


৩০ অক্টোবর ২০১৬ রবিবার, ০৭:০৬  পিএম

শেয়ার বিজনেস24.কম


নাম বদলালেই আইফোন ফ্রি!

নতুন মডেলের আইফোন-৭ পেতে নিজের নামই বদলে ফেললেন ইউক্রেনের এক যুবক। যদিও আইফোনের নতুন মডেল সবার আগে হাতে পেতে দোকানের বাইরে রাত জেগেছেন অনেকেই। কিন্তু আইফোন উন্মাদনায় সবাইকেই বোধহয় ছাড়িয়ে গেলেন ইউক্রেনের এ যুবক। অ্যাপলের আইফোন-৭ ফ্রি-তে পেতে নিজের নাম বদলে হলেন ‘আইফোন সিম (সেভেন)’!

অবশ্য নাম বদলের এ শর্ত রেখেছিল ইউক্রেনের এক ইলেকট্রনিক্স বিপণি। প্রথম পাঁচজন ক্রেতাকে বিনামূল্যে আইফোন দেওয়ার কথা ঘোষণা করেছিল তারা। এমন সোনার সুযোগ হাতছাড়া করতে চাননি ইউক্রেনের ২০ বছরের আলেকজান্ডার তুরিন। যেমন ভাবা তেমন কাজ! রাতারাতি নাম বদলে ফেলেন তিনি। তা এত কষ্টের ফলও মিলেছে হাতেনাতে। গত শুক্রবার নিজের অর্থ খরচ না করেই পেয়েছেন সেই মহার্ঘ আইফোনটি।

৮৫০ ডলারের আইফোনের দাম ভারতীয় মুদ্রায় প্রায় ৫৫ হাজার টাকা। আর নামবদল করতে তুরিনের খরচ হয়েছে মাত্র ২ ডলার বা ১৫০ টাকা। তবে আইফোনের জন্য নামবদল করার সঙ্গে সঙ্গেই মনবদল হয়েছে তুরিনের। তিনি জানান, আর কিছু দিন পরেই ফিরে যাবেন পুরনো নামে। কেন? তুরিন জানান, আসলে ভবিষ্যতে নিজের সন্তানের কথা মাথায় রেখেই ফের পিতৃদত্ত নামে পরিচিত হতে চান তিনি।

অবশ্য তুরিনের এ অদ্ভুত কাণ্ডে হতবাক তার পরিবার ও বন্ধুবান্ধবরা। তবে শেষপর্যন্ত তারা তুরিনের সমর্থনে মুখ খুলেছেন। তুরিনের বোন তেতিয়ানা পানিনা বলেন, “এটা যে সত্যিই হয়েছে তা ভাবতেই প্রথমে কষ্ট হচ্ছিল।” নামবদলের প্রশ্নে তেতিয়ানা বলেন, “দুনিয়ার সবাই কোনো না কোনোভাবে নিজেকে প্রকাশ করতে চায়। এ ভাবে হলই বা, তাতে ক্ষতি কী?”

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন:

বিজ্ঞান ও প্রযুক্তি -এর সর্বশেষ