facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ০৯ জানুয়ারি বৃহস্পতিবার, ২০২৫

Walton

নামাজরত মুসল্লিকে বৃষ্টি থেকে রক্ষা করে প্রশংসায় ভাসছেন দীপ্ত রায়


০৫ অক্টোবর ২০২৪ শনিবার, ০৪:২৭  পিএম

স্টাফ রিপোর্টার

শেয়ার বিজনেস24.কম


নামাজরত মুসল্লিকে বৃষ্টি থেকে রক্ষা করে প্রশংসায় ভাসছেন দীপ্ত রায়

মসজিদে জায়গা না পেয়ে রাস্তায় অন্যান্য মুসল্লিদের সঙ্গে রাস্তায় জুম্মার নামাজ আদায় করতে বসেছিলেন শরীরিকভাবে অক্ষম এক ব্যক্তি। এর মাঝেই এলো বৃষ্টি। তখন ওই মুসল্লির মাথায় ছাতা ধরে দাঁড়িয়ে আছেন একজন পুলিশ সদস্য। এমন একটি ছবি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে চলছে প্রশংসার বন্যা। ছবিতে ওই পুলিশ সদস্যের চেহারা দেখা না গেলেও তার নাম দীপ্ত রায় বলে দাবি করা হচ্ছে। তবে তিনি কোন থানায় কর্মরত আছেন তা নিশ্চিত হওয়া যায়নি।

শুক্রবার (৪ অক্টোবর) রাতে ওই ছবিটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়। একটি বেসরকারি টিভি চ্যানেলের সংবাদ পাঠক রাজেশ রঞ্জন সরকার গতকাল শুক্রবার রাতে ফেসবুকে ওই ছবিটি পোস্ট করেছেন।

পোস্টে তিনি লিখেছেন, ছবিতে যে পুলিশ কে দেখছেন আমার মামাতো ভাই দিপ্ত রায়। আমরাই বাংলাদেশ একজন হিন্দু পুলিশ একজন শারীরিক অক্ষম মুসলমান ভাইকে তার নামাজ আদায়ের সময় বৃষ্টির জল থেকে বাঁচাতে ছাতা নিয়ে দাঁড়িয়ে আছে‌। এই দেশ সব ধর্মের মানুষের। এই দেশ ইতিবাচক মানুষের। নেতিবাচক মানুষের নষ্ট চিন্তাভাবনা থেকে দেশ মুক্ত থাকুক। আমি গর্বিত এমন ভাই আমার আছে।

ওই পোস্টটি ফেসবুকে সাড়ে চার হাজারেরও বেশিবার শেয়ার হয়েছে। ওই পোস্টে ফেসবুক ইউজাররা প্রশংসাসূচক নানা মন্তব্য করছেন। এদিকে পুলিশ সদস্য দীপ্ত রায়ও ওই পোস্টে মন্তব্য করে সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন: