facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ০৮ জানুয়ারি বুধবার, ২০২৫

Walton

নারী উদ্যোক্তাদের জন্য ইবিএল ব্যাংকিং পোর্টাল


২৬ মার্চ ২০২৩ রবিবার, ১০:৩০  এএম

স্টাফ রিপোর্টার

শেয়ার বিজনেস24.কম


নারী উদ্যোক্তাদের জন্য ইবিএল ব্যাংকিং পোর্টাল

নারী উদ্যোক্তাদের জন্য ইস্টার্ন ব্যাংক লিমিটেড (ইবিএল) একটি স্বতন্ত্র উইমেন ব্যাংকিং পোর্টাল চালু করেছে। সম্প্রতি ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত ‘স্মার্ট বাংলাদেশে নারীদের অংশগ্রহণ’ শীর্ষক এক গোলটেবিল বৈঠকে পোর্টালটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

ইবিএলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, পোর্টালটি এমন একটি সেলফ সার্ভিস প্ল্যাটফর্ম, যেখানে নারী গ্রাহকরা অনলাইনভিত্তিক বিভিন্ন সেবা নিতে পারবেন। এসব সেবার মধ্যে ব্যবসা ব্যবস্থাপনা প্রশিক্ষণ, আর্থিক প্রশিক্ষণ, উদ্যোক্তা উন্নয়ন প্রোগ্রাম থেকে শুরু করে অনলাইন ঋণ আবেদন– সবকিছুই অন্তর্ভুক্ত রয়েছে।

গোলটেবিল বৈঠকে মূল বক্তা ছিলেন বিশিষ্ট অর্থনীতিবিদ ফরেস্ট ই. কুকসন। বিভিন্ন নারী নেতা বৈঠকে অংশ নেন। তাঁদের মধ্যে ছিলেন ফুডপান্ডার সহপ্রতিষ্ঠাতা এবং প্রধান নির্বাহী এমবারিন রেজা, এশিয়াটিক থ্রিসিক্সটির কো-চেয়ারপারসন সারা জাকের, ডান অ্যান্ড ব্র্যাডস্ট্রিট ডাটা অ্যান্ড অ্যানালিটিকসের প্রধান নির্বাহী জারা মাহবুব, বাংলাদেশ ফ্রিল্যান্সার্স ডেভেলপমেন্ট সোসাইটির চেয়ারম্যান ড. তানজিবা রহমান প্রমুখ। ইবিএলের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী আলী রেজা ইফতেখারসহ ব্যাংকের ঊধ্বর্তন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন: