২৬ জানুয়ারি ২০১৮ শুক্রবার, ১০:০৭ এএম
নিজস্ব প্রতিবেদক
দেশে নারী উদ্যোক্তাদের নতুন সংগঠন উইমেন এন্টারপ্রেনিয়ার্স নেটওয়ার্ক ফর ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন (ওয়েন্ড) যাত্রা শুরু করেছে। সব নারী উদ্যোক্তা ও ব্যবসায়ীকে এক ছাতার নিচে নিয়ে আসার প্রত্যয় নিয়ে এ সংগঠন কার্যক্রম চালু করেছে বলে জানান এর নেত্রীরা।
বৃহস্পতিবার মতিঝিলে ওয়েন্ডের নিজস্ব কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সংগঠনের লক্ষ্য, উদ্দেশ্য ও পরিকল্পনা তুলে ধরেন এর সভাপতি ড. নাদিয়া বিনতে আমিন।
তিনি জানান, শুরু থেকে আটটি বিভাগীয় শহরে কাজ করছে ওয়েন্ড। সেখানে আটটি ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টার চালু করা হয়েছে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ২০১৭ সালের ১৭ সেপ্টেম্বর সরকার এ সংগঠনের অনুমোদন দেয়। সংগঠনের মূল লক্ষ্য নারী ব্যবসায়ীদের সার্বিক উন্নয়নে কাজ করা।
ড. নাদিয়া বলেন, অর্থনীতিতে নারীদের অবদান রাখাসহ নারীর ক্ষমতায়নে কাজ করবে ওয়েন্ড।
সংবাদ সম্মেলনে ওয়েন্ডের সহসভাপতি শামীমা শারমিন লাইজু, সাধারণ সম্পাদক জিসান আক্তার চৌধুরী, কোষাধ্যক্ষ আনোয়ারা সিদ্দিকী প্রমুখ উপস্থিত ছিলেন।
শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।