
মারণব্যাধি ক্যানসার নিয়ে আতঙ্কে থাকেন সবাই। কাকে, কখন, কীভাবে এ রোগটি গ্রাস করে বলা মুশকিল! তবে ঠিক সময়ে ধরা পড়লে অনেক সময় জোরদার একটা লড়াই চালানো যায় ক্যানসারের সঙ্গে। যুবরাজ সিং, লিজা রে বা মণীষা কৈরালা তার উদহারণ।
এই ঠিক সময়ে ক্যানসার ধরার ব্যাপারটাতেই এবার জোর দিচ্ছে জাপান। আনতে চলেছে এমন প্রযুক্তি যা শুধু নিঃশ্বাস পরীক্ষা করেই বলে দেবে শরীরে ক্যানসারের অস্তিত্ব আছে কি-না!
কীভাবে কাজ করবে এ প্রযুক্তি?
সেটা হতে পারে স্মার্টফোন দিয়ে। অথবা হতে পারে কোনো মেডিকেল ডিভাইস দিয়েও।
তবে যেভাবেই হোক না কেন, হচ্ছে এটাই আসল কথা। ছোট্ট একটা চিপ লাগানো থাকবে সেই ডিভাইসে। তার পর যন্ত্রটা মুখের কাছে এনে নিঃশ্বাস ফেললেই জানা যাবে ফলাফল।
জাপানের বিজ্ঞানীরা আপাতত এ চিপটা তৈরি করার কাজেই ব্যস্ত রয়েছেন।
জানা যায়, আরও বছর ছয়েক সময় লাগতে পারে এ প্রযুক্তি বাজারে আসতে।
শুধু চিপটা বানালেই তো আর কাজ শেষ হয়ে যাবে না। তার সঙ্গে রয়েছে সমীক্ষা এবং পরিসংখ্যানেরও পালা। বিজ্ঞানীরা বলেন, ডায়াবেটিস রোগীর নিঃশ্বাস হয় এক রকমের। কিডনি বা লিভারের অসুখ আছে, এমন মানুষের নিঃশ্বাস আবার অন্য রকম। সেসব পেরিয়ে ক্যানসার আছে, এমন মানুষের নিঃশ্বাসের নমুনা সংগ্রহ করতে হবে। তার ভিত্তিতেই তৈরি হবে চিপটির কোডিং।
তারপরেই একমাত্র নিঃশ্বাস ফেলে পরীক্ষা করা যাবে, ক্যানসার রয়েছে কি-না!
শেয়ার বিজনেস24.কম