১৫ ফেব্রুয়ারি ২০২৫ শনিবার, ০৭:২৭ পিএম
ডেস্ক রিপোর্ট
শেয়ার বিজনেস24.কম
![]() |
সাগরের বুকে হারিয়ে যাওয়া এক টুকরো স্বর্গ নিঝুম দ্বীপ। প্রকৃতির নির্মল ছোঁয়ায় প্রশান্তি খুঁজে পেতে চাইলে নিঝুম দ্বীপ হতে পারে আপনার স্বপ্নের গন্তব্য। মেঘনার মোহনায় জেগে ওঠা এই দ্বীপের সৈকতে ঢেউয়ের গর্জন আর চিত্রা হরিণের ছুটোছুটি আপনাকে দেবে এক অনন্য অভিজ্ঞতা।
নোয়াখালীর হাতিয়া উপজেলার ছোট্ট দ্বীপ নিঝুম দ্বীপ, যা বঙ্গোপসাগরের বুকে মেঘনা নদীর মোহনায় অবস্থিত। এটি হাতিয়ার মূল ভূখণ্ড থেকে মাত্র দুই কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে। চারটি চর—চর ওসমান, বাউল্লার চর, কামলার চর ও মৌলভির চর নিয়ে গঠিত এই দ্বীপটি ১৯৪০ সালে জেগে ওঠে এবং ২০০১ সালের ৮ এপ্রিল জাতীয় উদ্যান হিসেবে ঘোষিত হয়।
প্রথমদিকে এর নাম ছিল চর ওসমান, যেটি এক বাথানিয়া ওসমানের নামানুসারে রাখা হয়েছিল। তবে ১৯৭০ সালের ভয়াবহ ঘূর্ণিঝড়ের পর দ্বীপটি জনমানবহীন হয়ে গেলে তৎকালীন সংসদ সদস্য আমিরুল ইসলাম কালাম এর নতুন নামকরণ করেন ‘নিঝুম দ্বীপ’।
অক্টোবর থেকে এপ্রিল মাস পর্যন্ত নিঝুম দ্বীপ ভ্রমণের জন্য উপযুক্ত। বর্ষাকালে কাদা ও বৃষ্টির কারণে যাতায়াত কঠিন হয়ে পড়ে, তবে মাছের প্রাচুর্য পাওয়া যায়।
নামার বাজার ও বন্দরটিলা এলাকায় ভালো মানের রিসোর্ট পাওয়া যায় (১৫০০-৩০০০ টাকা)। ক্যাম্পিংয়ের জন্যও নিঝুম দ্বীপ আদর্শ। খাবারের জন্য নামার বাজারের খাবার হোটেলগুলো বেশ জনপ্রিয়, যেখানে সামুদ্রিক মাছ ও চিংড়ির আয়োজন পাওয়া যায়।
নিঝুম দ্বীপের প্রকৃতি ও বন্যপ্রাণী সংরক্ষণে আমাদের সচেতন থাকা জরুরি। তাই ভ্রমণের সময় প্রকৃতির প্রতি দায়িত্বশীল হোন এবং নিঝুম দ্বীপের অপরূপ সৌন্দর্য উপভোগ করুন।
শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।