০৫ ফেব্রুয়ারি ২০২৫ বুধবার, ১০:৪০ এএম
ডেস্ক রিপোর্ট
শেয়ার বিজনেস24.কম
সাতক্ষীরার উপকূলীয় অঞ্চলের ১০ হাজারেরও বেশি মানুষের জন্য নিরাপদ পানি ও উন্নত স্যানিটেশন সুবিধা নিশ্চিত করতে ব্র্যাক ব্যাংক ও ওয়াটারএইড বাংলাদেশ একসঙ্গে কাজ করছে। এই উদ্যোগের আওতায় স্থানীয়ভাবে বিশুদ্ধ পানির ব্যবস্থা করতে পাঁচটি পানি পরিশোধনাগার স্থাপন করা হবে। পাশাপাশি তিনটি স্বাস্থ্যসেবা কেন্দ্রে বৃষ্টির পানি সংরক্ষণের ব্যবস্থাও থাকবে।
নারী উদ্যোক্তাদের ক্ষমতায়ন এই প্রকল্পের অন্যতম প্রধান বৈশিষ্ট্য হলো স্থানীয় নারীদের রিভার্স অসমোসিস (RO) প্ল্যান্ট পরিচালনায় প্রশিক্ষণ দেওয়া, যা তাদের ক্ষুদ্র পানি ব্যবসার সুযোগ তৈরি করে দেবে। এতে টেকসই কর্মসংস্থানের পাশাপাশি নারী ক্ষমতায়নও নিশ্চিত হবে।
স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধি ও রোগ প্রতিরোধ কলেরা ও আমাশয়ের মতো পানিবাহিত রোগ প্রতিরোধে জনসচেতনতামূলক কর্মশালা আয়োজন করা হবে। এছাড়া, RO প্রযুক্তির মাধ্যমে বিশুদ্ধ পানির সরবরাহ নিশ্চিত করে জনস্বাস্থ্যের উন্নতি ঘটানো হবে।
দীর্ঘমেয়াদী ইতিবাচক প্রভাব এই চুক্তি স্বাক্ষরিত হয়েছে গত ৪ ফেব্রুয়ারি ২০২৫, ঢাকায় ওয়াটারএইড বাংলাদেশের অফিসে। ব্র্যাক ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড চিফ অপারেটিং অফিসার মো. সাব্বির হোসেন এবং ওয়াটারএইড বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর হাসিন জাহান চুক্তিতে স্বাক্ষর করেন।
ব্র্যাক ব্যাংক ও ওয়াটারএইডের এই উদ্যোগ শুধুমাত্র বিশুদ্ধ পানি সরবরাহের মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং এটি স্থানীয় কমিউনিটির স্বাস্থ্যসেবা, নারী ক্ষমতায়ন এবং জলবায়ু সহিষ্ণু টেকসই সমাজ গঠনের দিকেও এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।