facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ১৮ অক্টোবর শুক্রবার, ২০২৪

Walton

নির্বাচক ওয়াহাব–রাজ্জাককে বরখাস্ত করল পাকিস্তান


১০ জুলাই ২০২৪ বুধবার, ০৪:৩০  পিএম

স্টাফ রিপোর্টার

শেয়ার বিজনেস24.কম


নির্বাচক ওয়াহাব–রাজ্জাককে বরখাস্ত করল পাকিস্তান

পাকিস্তান ক্রিকেট দলের নির্বাচক কমিটি থেকে সরিয়ে দেওয়া হয়েছে ওয়াহাব রিয়াজ ও আবদুল রাজ্জাককে। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। টি-টোয়েন্টি বিশ্বকাপে ভরাডুবি হয়েছে পাকিস্তান ক্রিকেট দলের।

দ্বিতীয় রাউন্ডে উঠতে ব্যর্থ হওয়া পাকিস্তান হেরেছে যুক্তরাষ্ট্রের মতো দলের কাছেও। স্বাভাবিকভাবেই পাকিস্তান ক্রিকেটে একটা বড়সড় পরিবর্তন প্রত্যাশিত। সেই পরিবর্তনের শুরুটাই বোধ হয় শুরু হয়েছে নির্বাচক কমিটির দুই সদস্য ওয়াহাব রিয়াজ ও আবদুল রাজ্জাককে সরিয়ে দিয়ে।

এক বিবৃতিতে পিসিবি জানিয়েছে, ওয়াহাব রিয়াজ ও আবদুল রাজ্জাক আর পাকিস্তানের নির্বাচক কমিটিতে থাকছেন না। রাজ্জাক পুরুষ ও নারী দুই দলেরই নির্বাচক ছিলেন, ওয়াহাব কেবল পুরুষ দলের নির্বাচক কমিটিতে ছিলেন। নির্বাচক কমিটি পুনর্গঠন করে পরে জানানো হবে।

সর্বশেষ ওয়ানডে বিশ্বকাপের পর পাকিস্তানের ছেলেদের জাতীয় ক্রিকেট দলের নতুন প্রধান নির্বাচকের দায়িত্ব নিয়েছিলেন সাবেক পেসার ওয়াহাব রিয়াজ। এরপর তাকে প্রধান নির্বাচকের দায়িত্ব থেকে সরিয়ে দিলেও তিনি ৭ সদস্যের নির্বাচক কমিটির একজন ছিলেন।

অন্যদিকে রাজ্জাক দায়িত্ব পেয়েছিলেন গত এপ্রিলে। তিনি নারী ও পুরুষ দুই দলের দায়িত্বেই ছিলেন। সংবাদমাধ্যমগুলো জানিয়েছিল, বেশ কিছুদিন ধরেই রাজ্জাক ও ওয়াহাবের প্রতি আস্থা হারিয়েছিল পিসিবি। বিশ্বকাপে পারফর্ম করতে পারেননি, এমন ক্রিকেটারদের ওপর নাকি আস্থা রেখেছিলেন এই দুই নির্বাচক।

পিসিবি এমন সিদ্ধান্ত কোচ, ম্যানেজারের মতামত নিয়ে নিয়েছে। ক্রিকবাজকে পিসিবির এক কর্মকর্তা বলেছেন, ‘খেলোয়াড়, কোচিং স্টাফসহ বিভিন্ন পক্ষের সঙ্গে আলাপ করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’ বিশ্বকাপ চলাকালীন পাকিস্তানের বিশ্বকাপ দল নিয়ে সমালোচনা করেছিলেন সাবেক পিসিবি প্রধান রমিজ রাজা। অবসর ভেঙে ফেরা মোহাম্মদ আমির ও ইমাদ ওয়াসিমকে কেন দলে নেওয়া হয়েছিল, সেই প্রশ্ন তুলেছিলেন তিনি। এ ছাড়াও পাকিস্তানের অনেক সাবেক ক্রিকেটার পাকিস্তানের বিশ্বকাপ দলের সমালোচনা করেন।

বার্মিংহামে বর্তমানে চলছে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ লিজেন্ডস টুর্নামেন্টে। এই চ্যারিটি টুর্নামেন্টে পাকিস্তানের হয়ে খেলছেন ওয়াহাব ও রাজ্জাক। পাকিস্তান বোর্ড যখন দলের ব্যর্থতায় এতটা চাপে আছে তখন এই টুর্নামেন্টে তাদের খেলাও পছন্দ করেনি পিসিবি। সব মিলিয়েই বিদায় নিতে হয়েছে তাদের।

গত টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথমবারের মতো বিশ্বকাপ খেলতে আসা স্বাগতিক যুক্তরাষ্ট্রের পর ভারতের সঙ্গে হেরে কার্যত ছিটকে যায় বাবর আজমের দল। যুক্তরাষ্ট্রের বিপক্ষে ম্যাচটি তারা হারে সুপার ওভারে গিয়ে, ভারতের সঙ্গে ছুঁতে পারেনি ১২০ রানের লক্ষ্য। এখন অধিনায়ক হিসেবে বাবর আজম থাকবেন কি না সেটা নিয়েও প্রশ্ন আছে।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন: