facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ১৩ নভেম্বর বুধবার, ২০২৪

Walton

নির্বাচন কমিশন গঠনে ৬ সদস্যের সার্চ কমিটি গঠন


৩১ অক্টোবর ২০২৪ বৃহস্পতিবার, ০১:৩৬  পিএম

স্টাফ রিপোর্টার

শেয়ার বিজনেস24.কম


নির্বাচন কমিশন গঠনে ৬ সদস্যের সার্চ কমিটি গঠন

নতুন নির্বাচন কমিশন গঠনের জন্য রাষ্ট্রপতির কাছে সুপারিশ প্রদানের লক্ষ্যে ৬ সদস্যের সার্চ কমিটি গঠন করা হয়েছে। কমিটি প্রধান নির্বাচন কমিশনারসহ অন্যান্য কমিশনারদের নিয়োগের বিষয়ে ১৫ কার্যদিবসের মধ্যে সুপারিশ প্রদান করবে।

আজ বৃহস্পতিবার (৩১ অক্টোবর) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে একটি প্রজ্ঞাপন জারি করে এ কমিটি গঠন করা হয়। আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীকে আহ্বায়ক করে এই সার্চ কমিটি গঠিত হয়েছে।

কমিটির অন্য সদস্যরা হলেন- হাইকোর্টের জ্যেষ্ঠ বিচারপতি এ কে এম আসাদুজ্জামান, রাষ্ট্রপতি মনোনীত বিশিষ্ট নাগরিক হিসেবে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সাবেক চেয়ারম্যান অধ্যাপক জিন্নাতুন নেছা তাহমিদা বেগম এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সাবেক অধ্যাপক চৌধুরী রফিকুল আবরার। এছাড়া, আইনের নিয়ম অনুযায়ী পদাধিকার বলে সদস্য হিসেবে রয়েছেন বাংলাদেশের মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক মো. নূরুল ইসলাম এবং পিএসসির চেয়ারম্যান মোবাশ্বের মোনেম।

এই সার্চ কমিটি ‘প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগ আইন, ২০২২’ অনুযায়ী কমিশন গঠনের প্রক্রিয়া সম্পন্ন করবে। কমিটি প্রতিটি শূন্য পদের জন্য রাষ্ট্রপতির কাছে দুজন ব্যক্তির নাম সুপারিশ করবে। তিনজন সদস্যের উপস্থিতিতে কমিটির বৈঠকে কোরাম পূর্ণ হবে।

মন্ত্রিপরিষদ বিভাগ অনুসন্ধান কমিটির কার্যক্রম পরিচালনার জন্য প্রয়োজনীয় সাচিবিক সহায়তা প্রদান করবে বলে আদেশে উল্লেখ করা হয়েছে।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন: