facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ১৯ সেপ্টেম্বর বৃহস্পতিবার, ২০২৪

marcelbd

নির্বাচন থেকে সরে দাঁড়ালেন কাজী সালাউদ্দিন


১৪ সেপ্টেম্বর ২০২৪ শনিবার, ০৫:১৫  পিএম

স্পোর্টস ডেস্ক

শেয়ার বিজনেস24.কম


নির্বাচন থেকে সরে দাঁড়ালেন কাজী সালাউদ্দিন

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের আসন্ন নির্বাচনে অংশ নিচ্ছেন না কাজী সালাউদ্দিন। ফুটবল ফেডারেশনের বিশ্বস্ত সূত্র থেকে জানা গেছে এই তথ্য। এই ব্যাপারে জানাতেই শনিবার বিকেলে বাফুফে ভবনে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেন বর্তমান সভাপতি কাজী সালাউদ্দিন।

কিছুদিন আগেই তিনি জানিয়েছিলেন, এবারও নির্বাচন করবেন তিনি। কিন্তু রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকে তার পদত্যাগ চেয়ে আসছিল সাবেক ফুটবলারদের একটি অংশ ছাড়াও একদল সমর্থক।
নিয়মিতই বাফুফে ভবনের সামনে সালাউদ্দিনের পদত্যাগ চেয়ে আন্দোলন করা হয়েছে। তার অধীনে নির্বাচনে অংশ না নেওয়ার প্রতিবাদও করে সাবেক ফুটবলার ও সংগঠকরা। নানামুখী চাপের মুখে পড়ে যান তিনি।

এর পরও পদত্যাগ করেননি তিনি। নিজের সিদ্ধান্তে ছিলেন অটল। অবশেষে নির্বাচনে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। চার মেয়াদে ২০০৮ সাল থেকে বাফুফের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছেন সাবেক এই তারকা ফুটবলার। আগামী ২৬ অক্টোবর বাফুফের নির্বাচন।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন: