facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ২৮ ডিসেম্বর শনিবার, ২০২৪

Walton

নিলামে রেকর্ড ১১ লাখ ডলারে বিক্রি প্রিন্সেস ডায়ানার পোশাক


২০ ডিসেম্বর ২০২৩ বুধবার, ০৫:৫৭  পিএম

আন্তর্জাতিক ডেস্ক

শেয়ার বিজনেস24.কম


নিলামে রেকর্ড ১১ লাখ ডলারে বিক্রি প্রিন্সেস ডায়ানার পোশাক

প্রয়াত প্রিন্সেস ডায়ানার একটি পোশাক নিলামে রেকর্ড ১১ লাখ মার্কিন ডলারের বেশি মূল্যে বিক্রি হয়েছে। এখন পর্যন্ত নিলামে বিক্রি হওয়া ডায়ানার পোশাকের মধ্যে এটাই সর্বোচ্চ দাম।

কালো ও নীল রঙের ব্যালেরিনা লেন্থের ওই পোশাকটি প্রিন্সেস ডায়ানা সর্বপ্রথম ১৯৮৫ সালে ফ্লোরেন্সে একটি অনুষ্ঠানে পরেছিলেন। পোশাকটির ডিজাইনার মরক্কো বংশোদ্ভূত জ্যাকস আজাগুরি। পরের বছর কানাডার ভ্যাঙ্কুভার সফরের সময়ও ওই পোশকটি পরেন ডায়ান এবং ওই পোশাক পরে তার সেই সফরের সময়ের ছবি রয়েছে।

লস অ্যাঞ্জেলেস ভিত্তিক জুলিয়েন্স অকশনে পোশাকটি বিক্রি হয়। গত রোববার জুলিয়েন্স অকশন্স কর্তৃপক্ষ জানান, ম্যাচিং আনুষঙ্গিকসহ পোশাকটি ১১ লাখ ৪৮ হাজার ৮০ মার্কিন ডলারে বিক্রি হয়েছে। যেটির ভিত্তি মূল্য ধরা হয়েছিল এক থেকে দুই লাখ মার্কিন ডলার।

এটিই এখন নিলামে সর্বোচ্চ দামে বিক্রি হওয়া প্রিন্সেস ডায়ানার পোশাক। এর আগের রেকর্ডটি ছিল ছয় লাখ ৪৮ হাজার ডলার। ‘হলিউড লিজেন্ডস’ শিরোনামে জুলিয়েন্স অকশন চার দিন ধরে খ্যাতনামা ব্যক্তিদের ব্যবহার করা পোশাক ও অন্যান্য জিনিসপত্র বিক্রি করেছে।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন: