facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ২৭ নভেম্বর বুধবার, ২০২৪

Walton

নিয়োগপ্রাপ্ত এসআইদের প্রশিক্ষণ ২৭ আগস্ট শুরু


১৪ আগস্ট ২০১৬ রবিবার, ১০:৩৩  পিএম

শেয়ার বিজনেস24.কম


নিয়োগপ্রাপ্ত এসআইদের প্রশিক্ষণ ২৭ আগস্ট শুরু

২০১৫ সালের ক্যাডেট এসআই (নিরস্ত্র) পদে নিয়োগের লক্ষ্যে নির্বাচিত প্রার্থীদের মৌলিক প্রশিক্ষণের তারিখ ঘোষণা করেছে পুলিশ হেড কোয়ার্টার্স। ১ বছরব্যাপি এই প্রশিক্ষণ আগামী ২৭ আগস্ট রাজশাহীর সারদার পুলিশ একাডেমিতে শুরু হবে।
 
রোববার পুলিশ হেড কোয়ার্টার্সের সহকারী মহাপরিদর্শক (এআইজি) মো. মনিরুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশে এই তারিখ ঘোষণা করা হয়।
 
আদেশে বলা হয়েছে, ২০১৫ সালের বহিরাগত ক্যাডেট এসআই (নিরস্ত্র) হিসেবে প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের স্বাস্থ্য পরীক্ষা ও ভিআর অনুসন্ধান প্রতিবেদনের ভিত্তিতে প্রশিক্ষণে প্রেরণযোগ্য বিবেচনায় বাংলাদেশ পুলিশ একাডেমি, সারদায় মৌলিক প্রশিক্ষণের প্রেরণের লক্ষ্যে প্রার্থীদের নামের তালিকা প্রেরণ করা হয়েছে।
 
তালিকায় ঢাকা রেঞ্জের ৫৪০ জন, ময়মনসিংহ রেঞ্জের ১৪৫ জন, চট্টগ্রাম রেঞ্জের ১৯২ জন, রাজশাহী রেঞ্জের ১০৯ জন, খুলনা রেঞ্জের ১৬৬ জন, বরিশাল রেঞ্জে ১১৩ জন, সিলেট রেঞ্জের ৪৭ জন, রংপুর রেঞ্জের ১২১ জনসহ মোট ১ হাজার ৪৩০ জনের নাম রয়েছে।
 
উত্তীর্ণদের আগামী ২৮ আগস্টের মধ্যে সারদায় উপস্থিত থাকতে বলা হয়েছে।
 
এর আগে গত ২২ জুন এসআই পদের চূড়ান্ত ফল প্রকাশ করা হয়। এতে ১ হাজার ৫১৭ জন নিয়োগকে চূড়ান্ত নিয়োগ দেয়া হয়েছিল।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন: