২২ সেপ্টেম্বর ২০২৪ রবিবার, ০২:১৯ পিএম
নড়িয়া প্রতিনিধি
শেয়ার বিজনেস24.কম
নড়িয়া উপজেলা প্রেসক্লাবের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে বৈশাখী টেলিভিশনের জেলা প্রতিনিধি আঃ খালেক ইমনকে সভাপতি ও দৈনিক বাংলার উপজেলা প্রতিনিধি জাহাঙ্গীর ছৈয়ালকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
শনিবার (২২ সেপ্টেম্বর) দুপুরে নড়িয়া পৌর শহরের একটি রেস্টুরেন্টে সাধারণ সভা শেষে এ কমিটি ঘোষণা করা হয়।
কমিটির অন্য সদস্যরা হলেন সহ-সভাপতি দৈনিক কালেরকণ্ঠের মাহবুব আলম ও দৈনিক সমকালের সোহাগ খান সুজন, যুগ্ম সাধারণ সম্পাদক এশিয়ান টিভির রকি আহমেদ ও দৈনিক ইনকিলাবের ইলিয়াছ মাহমুদ, সাংগঠনিক সম্পাদক ভোরের খবরের নুরে আলম, দপ্তর সম্পাদক আনন্দ টিভির জামাল হোসেন, অর্থ সম্পাদক দৈনিক যায়যায়দিনের রাব্বি ছৈয়াল, ক্রীড়া সম্পাদক দৈনিক গণমুক্তি সোহাগ খাকী।
কার্যনির্বাহী সদস্য দৈনিক নয়াদিগন্তের বোরহান উদ্দিন রাব্বানী, দৈনিক করতোয়ার আঃ বারেক ভুইয়া, সময়ের আলোর মোঃ হাসান, বাংলাদেশ সমাচারের জিয়াউল হক টিটু, ভোরের সময়ের নাহিদ সরদার, মানবজমিনের মোঃ আলম, মানবকন্ঠের নাছির আহমেদ আলী, এনটিভির আব্দুল আজিজ শিশির, দৈনিক ইনফো বাংলার এস এম জীবন রায়হান, সংবাদ মোহনার বরকত আলী মুরাদ, আমাদের কন্ঠের সুমন তালুকদার, দেশচিত্রর ইঞ্জিঃ মাহবুব আলম।
কমিটির উপদেষ্টারা হলেন দৈনিক গ্লোবাল নেশন ও দৈনিক বর্তমান এশিয়ার সম্পাদক কাজী মাহবুব আলম, দৈনিক রুদ্রবার্তার সম্পাদক শহীদুল ইসলাম পাইলট এবং বাংলাদেশ টেলিভিশনের মফিজুর রহমান রিপন।
শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।