০৫ জুন ২০২৪ বুধবার, ১০:১০ পিএম
জাহাঙ্গীর ছৈয়াল
শেয়ার বিজনেস24.কম
![]() |
শরীয়তপুর নড়িয়া উপজেলা ভোজেশ্বর ইউনিয়নের বিগত ৫০ বছর ধরে অবৈধ দখলে থাকা সরকারী খাল উদ্ধার করেছেন নড়িয়া উপজেলা প্রশাসন। গত ২জুন নড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শংকর চন্দ্র বৈদ্য ও নড়িয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ পারভেজ এ অভিযান পরিচালনা করেন।
এ সময়ে খাল দখল কৃত বিভিন্ন স্থাপনা উচ্ছেদ করা হয়। এলাকাবাসীরা বলেন খালটি উদ্ধার ও খনন করার ফলে ভারী বর্ষণ ও বন্যায় পানি নিষ্কাশনের ব্যবস্থা হয়েছে। এছাড়া মশা মাছি রোগ জীবাণুর হাত থেকে রক্ষা হবে।
উদ্ধার কার্যক্রম বিষয়ে নড়িয়া উপজেলা সহকারী কমিশনার ভুমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ পারভেজ বলেন নড়িয়া উপজেলায় যতগুলি খাল, সরকারি ভূমি দখলে আছে পর্যায়ক্রমে তা উদ্ধার করা হবে এবং এ কার্যক্রম চলমান থাকবে।
শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।