facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ২২ এপ্রিল মঙ্গলবার, ২০২৫

Walton

নড়িয়ায় ১৫ কোটি টাকার সরকারি জমি উদ্ধার


০২ ফেব্রুয়ারি ২০২৪ শুক্রবার, ১০:২৮  পিএম

জাহাঙ্গীর ছৈয়াল

শেয়ার বিজনেস24.কম


নড়িয়ায় ১৫ কোটি টাকার সরকারি জমি উদ্ধার

শরীয়তপুরের নড়িয়ায় দেড় একর সরকারি জমি দখলমুক্ত করেছে উপজেলা প্রশাসন। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ১৫ কোটি টাকা।

শুক্রবার (২ ফেব্রুয়ারি) সকালে নড়িয়া পৌরসভার ৬ নং ওয়ার্ডের পাইকপাড়া এলাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শংকর চন্দ্র বৈদ্য`র নেতৃত্বে অভিযান চালিয়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ করে এই জমি উদ্ধার করা হয়।

এসময় সরকারি সম্পত্তির ওপর থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং ভরাটকৃত খাল খনন করা হয়।

অভিযানে আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি মোঃ পারভেজ এবং নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান, নড়িয়া পৌর ভুমি কর্মকর্তা উদ্ধব চন্দ্র পাল, ৬ নং ওয়ার্ড কাউন্সিলর আনোয়ার মল্লিক।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শংকর চন্দ্র বৈদ্য জানান, স্থানীয় প্রভাবশালী চক্র অবৈধভাবে দেড় একর সরকারি খাস সম্পত্তি দখল করে স্থাপনা নির্মাণ এবং সরকারি খাল ভরাট করে অবৈধভাবে দখল করছিলো। আজ শুক্রবার উপজেলা প্রশাসনের উদ্যোগে অভিযান পরিচালনা করা হয়েছে। এখানে প্রায় ১৫ কোটি টাকা বাজার মূল্যের দেড় একর সম্পত্তি দখলমুক্ত করা হচ্ছে এবং দখলদারদের ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

তিনি আরও জানান, উপজেলার বিভিন্ন স্থানে সরকারি জমি অবৈধ দখলদারদের বিরুদ্ধে আমাদের এই উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন: