facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ২১ জানুয়ারি মঙ্গলবার, ২০২৫

Walton

পঞ্চম থেকে অষ্টম শ্রেণির পাঠ্যবইয়ে বড় পরিবর্তন: নতুন ধারা


১০ ডিসেম্বর ২০২৪ মঙ্গলবার, ১০:৩৫  এএম

ডেস্ক রিপোর্ট

শেয়ার বিজনেস24.কম


পঞ্চম থেকে অষ্টম শ্রেণির পাঠ্যবইয়ে বড় পরিবর্তন: নতুন ধারা

নবম-দশম শ্রেণির পাশাপাশি আগামী শিক্ষাবর্ষে পঞ্চম থেকে অষ্টম শ্রেণির বাংলা ও ইংরেজি পাঠ্যবইয়েও ব্যাপক পরিবর্তন আনা হচ্ছে। পাঠ্যবইগুলোতে সংযোজন করা হচ্ছে নতুন গল্প-কবিতা ও গদ্য। বিশেষভাবে জুলাই গণ-অভ্যুত্থানের মতো ঐতিহাসিক বিষয়বস্তু এবার পাঠ্যসূচিতে জায়গা পাচ্ছে।

নতুন সংযোজন ও বাদ পড়া বিষয়বস্তু
জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) জানিয়েছে, নতুন শিক্ষাবর্ষে বিনামূল্যে বিতরণের জন্য প্রায় ৪০ কোটি ৩৯ লাখ বই ছাপানো হচ্ছে। এনসিটিবির চেয়ারম্যান এ কে এম রিয়াজুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

পঞ্চম শ্রেণি:

  • সংযোজন: "আমরা তোমাদের ভুলব না" (জুলাই বিপ্লব), "সবার আমি ছাত্র", "জলপরী ও কাঠুরের গল্প", "নোলক", "কুমড়ো ও পাখির কথা" ও "দৈত্য ও জেলে"।
  • বাদ: "ফেব্রুয়ারির গান", "মাটির নিচে যে শহর", "দেখে এলাম নায়াগ্রা", "রৌদ্র রেখে জয়", "মাওলানা আবদুল হামিদ খান ভাসানী", "শহিদ তিতুমীর" ও "অপেক্ষা"।
  • পরিবর্তন: "স্মরণীয় যাঁরা চিরদিন" গল্পের শিরোনাম পরিবর্তন করে রাখা হয়েছে "স্মরণীয় যাঁরা বরণীয় যাঁরা"।

ষষ্ঠ শ্রেণি:

  • সংযোজন: "কার্টুন ব্যঙ্গচিত্র ও পোস্টারের ভাষা" (জুলাই বিপ্লব), "আমাদের লোকশিল্প"।
  • বাদ: সৈয়দ শামসুল হকের "কত দিকে কত কারিগর"।
  • কবিতা: রোকনুজ্জামান খানের "মুজিব" বাদ দিয়ে তাঁরই "চিঠি বিলি" কবিতা যুক্ত হচ্ছে।
  • ইংরেজি বই: "সন অব দ্য সয়েল" ও "মুজিব ইন স্কুল ডেজ" বাদ। যুক্ত হচ্ছে "আওয়ার প্রাইড"।

সপ্তম শ্রেণি:

  • সংযোজন: হাসান রোবায়েতের "সিঁথি" (জুলাই বিপ্লব) কবিতা। ইংরেজি বইয়ে যুক্ত হচ্ছে "আ নিউ জেনারেশন" ও "আওয়ার উইনার ইন দ্য গ্লোবাল এরেনা"।
  • বাদ: সেলিনা হোসেনের "রোকেয়া সাখাওয়াত হোসেন" গদ্য। গৌরী প্রসন্ন মজুমদারের "শোনো একটি মুজিবরের থেকে" ও সুনির্মল বসুর "সবার আমি ছাত্র" কবিতা। আনন্দ পাঠ বইয়ে "সুইজারল্যান্ডের দিনগুলি"।
  • ইংরেজি বই: "বঙ্গমাতা: আওয়ার সোর্স অব ইন্সপিরেশন", "বঙ্গবন্ধু`স লাভ ফর স্পোর্টস" এবং "বঙ্গবন্ধু`স রেসপন্স টু ন্যাচারাল ক্যালামিটিস" বাদ।

অষ্টম শ্রেণি:

  • সংযোজন: মোতাহের হোসেন চৌধুরীর "লাইব্রেরি" ও "গণ অভ্যুত্থানের কথা"।
  • বাদ: কামরুল হাসানের "আমাদের লোকশিল্প" গদ্য। আনন্দ পাঠ থেকে মুহম্মদ জাফর ইকবালের "আমড়া ও ক্র্যাব নেবুলা"।
  • ইংরেজি বই: "বঙ্গবন্ধু অ্যান্ড বাংলাদেশ" বাদ। যুক্ত হচ্ছে "উইমেন’স রোলস ইন আপরাইজিং" ও "হিউম্যানস অ্যান্ড এনভায়রনমেন্ট"।

পরিবর্তনের কারণ
পাঠ্যবই পরিমার্জনের সঙ্গে যুক্ত লেখক রাখাল রাহা জানিয়েছেন, ঐতিহাসিক ঘটনাগুলোর সঠিক প্রতিফলন ও বিষয়বস্তুর যথাযথ গুরুত্ব নিশ্চিত করতে এসব পরিবর্তন আনা হয়েছে। ব্যক্তিকেন্দ্রিক বিষয়ের পরিবর্তে ঐতিহাসিক ও বিষয়কেন্দ্রিক লেখাগুলোকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। বিশেষ করে জুলাই গণ-অভ্যুত্থান বাংলাদেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ স্থান দখল করায় তা পাঠ্যবইয়ে যুক্ত করা হয়েছে।

এই পরিবর্তন শিক্ষার্থীদের ইতিহাস সম্পর্কে সচেতনতা বাড়ানোর পাশাপাশি পাঠ্যবইয়ের মানও উন্নত করবে বলে আশা করা হচ্ছে।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন:

শিক্ষা -এর সর্বশেষ