facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ২২ ফেব্রুয়ারি শনিবার, ২০২৫

Walton

পঞ্চাশোর্ধ্ব তাকুর জবির ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ


১৫ ফেব্রুয়ারি ২০২৫ শনিবার, ০৭:৪৫  পিএম

ডেস্ক রিপোর্ট

শেয়ার বিজনেস24.কম


পঞ্চাশোর্ধ্ব তাকুর জবির ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সামাজিকবিজ্ঞান ও আইন অনুষদের (বি ইউনিট) ভর্তি পরীক্ষায় অংশ নিয়েছেন পঞ্চাশোর্ধ্ব মো. তাওহিদুর রহমান তাকু। শনিবার (১৫ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের শহীদ সাজিদ একাডেমিক ভবনের মাইক্রোবায়োলজি বিভাগের ৪১৮ নম্বর কক্ষে তিনি পরীক্ষা দেন।

বয়সের ছাপ স্পষ্ট এই পরীক্ষার্থীর মুখে ছোপ ছোপ দাড়ি, মাথায় চুল কম। তার দাবি, দীর্ঘদিন অসুস্থ থাকার কারণে পড়াশোনায় দীর্ঘ বিরতি পড়ে যায়। নঁওগা সদরের বাসিন্দা তাকু ২০২২ সালে দাখিল ও ২০২৪ সালে আলিম পরীক্ষা দেন। তিনি এনায়েতপুর দাখিল মাদ্রাসা ও গয়রা তেঁতুলিয়া দাখিল মাদ্রাসা থেকে পড়াশোনা সম্পন্ন করেছেন।

তাকু জানান, ১৯৮৯ সালে তিনি অসুস্থ হয়ে পড়েন এবং দীর্ঘ সময় অসুস্থতার কারণে শিক্ষাজীবন থেমে যায়। ২০১৪-১৫ সালে কিছুটা সুস্থ হয়ে আবারও পড়াশোনার প্রতি আগ্রহী হন। ২০১৬ সালে পরীক্ষা দেওয়ার ইচ্ছা থাকলেও পরিস্থিতির কারণে তা সম্ভব হয়নি। পরবর্তীতে ২০১৯ সালে পুনরায় শিক্ষাজীবন শুরু করেন এবং নিয়মিত শিক্ষার্থীদের সঙ্গে পরীক্ষায় অংশগ্রহণ করেন।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. তাজাম্মুল হক বলেন, নিয়ম অনুযায়ী তাকু পরীক্ষায় অংশ নিতে পারবেন। উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম জানান, এই ঘটনা সম্পর্কে প্রশাসন অবগত এবং কোনো অনিয়ম হয়েছে কি না, তা খতিয়ে দেখা হবে।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন:

শিক্ষা -এর সর্বশেষ