facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ০৪ ডিসেম্বর বুধবার, ২০২৪

Walton

পতনেও মুনাফায় ১৫ খাতের বিনিয়োগকারীরা


৩০ নভেম্বর ২০২৪ শনিবার, ০৯:৩৯  এএম

ডেস্ক রিপোর্ট

শেয়ার বিজনেস24.কম


পতনেও মুনাফায় ১৫ খাতের বিনিয়োগকারীরা

বিদায়ী সপ্তাহে (২৪-২৮ নভেম্বর) শেয়ারবাজারের ১৫ খাত থেকে মুনাফা পেয়েছে বিনিয়োগকারীরা। কারণ আলোচ্য সপ্তাহে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের ব্যবধানে দর বেড়েছে ১৫ খাতের শেয়ারে। একই সময়ে সপ্তাহের ব্যবধানে দর কমেছে ৫ খাতের শেয়ারে। ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।স্টক ব্রোকারেজ।

আলোচ্য সপ্তাহে সবচেয়ে বেশি মুনাফা হয়েছে তথ্য প্রযুক্তি এবং সেবা ও আবাসন খাতের শেয়ারে। এই দুই খাতে বিদায়ী সপ্তাহে দর বেড়েছে ৩.৮০ শতাংশ।


এরপর ৩.৪০ শতাংশ এবং ২.৯০ শতাংশ দর বেড়ে সাপ্তাহিক রিটার্ন তালিকার দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে সিরামিক খাত এবং ভ্রমণ ও অবকাশ খাত।

সাপ্তাহিক রিটার্নে অন্য ১১ খাতের মধ্যে- বিবিধ খাতে ২.৪০ শতাংশ, মিউচ্যুয়াল ফান্ড খাতে ১.৯০ শতাংশ, কাগজ ও প্রকাশনা খাতে ১.৮০ শতাংশ, প্রকৌশল খাতে ১.২০ শতাংশ, আর্থিক খাতে ১.২০ শতাংশ, ওষুধ ও রসায়ন খাতে ১.২০ শতাংশ, বস্ত্র খাতে ১.১০ শতাংশ, টেলিকমিউনিকেশন খাতে ০.৭০ শতাংশ, ট্যানারি খাতে ০.৬০ম শতাংশ, ব্যাংক খাতে ০.১০ শতাংশ এবং বিদ্যুৎ ও জ্বালানি খাতে ০.০২ শতাংশ দর বেড়েছে।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন: