২৭ জুলাই ২০২৩ বৃহস্পতিবার, ০৫:৩৫ পিএম
স্টাফ রিপোর্টার
শেয়ার বিজনেস24.কম
![]() |
পদ্মা ব্যাংক এবং কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের মধ্যে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে গত বুধবার (২৬ জুলাই)।
রাজধানীর প্রগতি সরণীতে অবস্থিত কানাডিয়ান ইউনিভার্সিটির মূল ভবনে আয়োজিত এই অনুষ্ঠানে পদ্মা ব্যাংকের ইভিপি এবং সিএইচআরও শরিফ মঈনুল হোসেন এবং কানাডিয়ান ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. এইচ এম জহিরুল হক নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।
চুক্তির আওতায় কানাডিয়ান ইউনির্ভাসিটি অব বাংলাদেশের ‘অ্যাম্বাসেডর অব গুডউইল`- হিসেবে স্বীকৃতি পাবেন পদ্মা ব্যাংকের কর্মকর্তারা। তাদের রেফারেন্সে বেসরকারি এই বিশ্ববিদ্যালয়টিতে উচ্চ শিক্ষায় ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীরা অতিরিক্ত ৫% ছাড় পাবেন। এ ছাড়াও পদ্মা ব্যাংকের কর্মকর্তারা উপভোগ করবেন আকর্ষণীয় ডিসকাউন্ট ও স্কলারশিপ সুবিধা।
শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।