ঢাকা   মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২

পদ্মা ব্যাংকে `ব্যামেলকো কনফারেন্স-২০২৩` অনুষ্ঠিত

কর্পোরেট

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ১৬:৪৭, ৬ মে ২০২৩

সর্বশেষ

পদ্মা ব্যাংকে `ব্যামেলকো কনফারেন্স-২০২৩` অনুষ্ঠিত

পদ্মা ব্যাংক প্রথমবারের মতো শাখা মানিলন্ডারিং প্রতিরোধ পরিপালন কর্মকর্তা (ব্যামেলকো) সম্মেলন আয়োজন করেছে। শনিবার (৬ মে) ঢাকার গুলশানস্থ পুলিশ প্লাজা কনভেনশন সেন্টারে দিনব্যাপী `ব্যামেলকো কনফারেন্স-২০২৩` শীর্ষক এই আড়ম্বরপূর্ণ আয়োজনে ব্যাংকের সমস্ত শাখার ব্যামেলকো, উপ-শাখাসমূহের অ্যামেলকো, কর্পোরেট প্রধান কার্যালয়ের সব বিভাগীয় প্রধান, ব্যাংকের এএমএল ও সিএফটি কেন্দ্রীয় পরিপালন কমিটি এবং সিনিয়র ম্যানেজমেন্ট টিমের সকল উর্ধ্বতন কর্মকর্তারাসহ ১২০ জন অংশগ্রহণ করেন। 

সন্মেলনের উদ্বোধন করেন বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) এর প্রধান মোঃ মাসুদ বিশ্বাস। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পদ্মা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও তারেক রিয়াজ খান, উপব্যবস্থাপনা পরিচালক ও সিআরও ফয়সাল আহসান চৌধুরী, উপব্যবস্থাপনা পরিচালক ও সিবিও মোহাম্মদ ইমতিয়াজ উদ্দিন ও পদ্মা ব্যাংকের ক্যামেলকো সৈয়দ তৌহিদ হোসেন। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিএফআইইউ এর অতিরিক্ত পরিচালক মোহাম্মদ মহসিন হোছাইনী।

ব্যবস্থাপনা পরিচালক ও সিইও তার স্বাগত বক্তব্যে মানিলন্ডারিং ও সন্ত্রাসী কার্যে অর্থায়ন প্রতিরোধের বিভিন্ন দিকের উপর আলোকপাত করেন এবং সংশ্লিষ্ট ঝুঁকি ব্যবস্থাপনা ও প্রশমনে রিপোর্ট প্রদানকারী সংস্থা হিসেবে পদ্মা ব্যাংকের দৃঢ় অবস্থান ব্যক্ত করেন।

প্রধান অতিথির বক্তব্যে বিএফআইইউ এর প্রধান মানিলন্ডারিং ও সন্ত্রাসী কার্যে অর্থায়ন প্রতিরোধে নিয়ন্ত্রণকারী সংস্থার ভূমিকা, আইনী কাঠামোর যথাযথ প্রয়োগের গুরুত্ব উল্লেখপূর্বক সবাইকে যার যার জায়গায় প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন ও দায়িত্বসমূহ সঠিকভাবে পালন করার আহ্বান জানান।

সন্মেলনের দ্বিতীয় ও তৃতীয় পর্বে মানিলন্ডারিং ও সন্ত্রাসী কার্যে অর্থায়ন প্রতিরোধের উপর চারটি বিষয়ভিত্তিক সেশন অনুষ্ঠিত হয়। সেশন চারটি পরিচালনা করেন বিএফআইইউ এর অতিরিক্ত পরিচালক মোহাম্মদ মহসিন হোছাইনী এবং উপ-পরিচালক মোঃ আশরাফুল আলম। সর্বশেষে প্রশ্নোত্তর পর্ব ও ক্যামেলকো এর ধন্যবাদসূচক বক্তব্যের মাধ্যমে সন্মেলনটির সমাপ্তি টানা হয়।

শেয়ার বিজনেস24.কম

সর্বশেষ