০৭ মার্চ ২০২৪ বৃহস্পতিবার, ১০:১৯ এএম
স্টাফ রিপোর্টার
শেয়ার বিজনেস24.কম
![]() |
ঋণখেলাপির মামলায় সাজাপ্রাপ্ত পদ্মা ব্যাংকের হালুয়াঘাট শাখার খেলাপি মো. রফিকুল ইসলাম ওরফে রফিককে গ্রেপ্তার করা হয়েছে। গত ৫ মার্চ হালুয়াঘাট থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে। এই নিয়ে তৃতীয় সাজা প্রাপ্ত ঋণ খেলাপিকে পদ্মা ব্যাংক পিএলসির রিকভারি টাস্কফোর্স টিমের সহযোগিতায় গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে পুলিশ।
পদ্মা ব্যাংক পিএলসির করা মামলায় ২৫ জানুয়ারি, ২০২৩ সালে ময়মনসিংহ জেলা ও দায়রা জজ আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিলেন। হালুয়াঘাট শাখার ঋণ খেলাপি ভাই ভাই ট্রেডার্সের স্বত্বাধিকারী মো. রফিকুল ইসলাম ওরফে রফিকের কাছে সুদে-মূলে পদ্মা ব্যাংক পিএলসির পাওনা তিয়াত্তর লক্ষ টাকা।
এর আগে বসুন্ধরা শাখার খেলাপি ঋণ গ্রহীতা মো. জাহিদুল আহসান এবং বকশীগঞ্জ শাখার ঋণগ্রহীতা মো: আশরাফুল আলম ওরফে সেলিম-কে পদ্মা ব্যাংক পিএলসির রিকভারি টাস্কফোর্স টিমের সহযোগিতায় গ্রেপ্তার করতে সক্ষম হয়েছিল পুলিশ।
শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।