১৩ ফেব্রুয়ারি ২০২৫ বৃহস্পতিবার, ০৭:৪৭ পিএম
ডেস্ক রিপোর্ট
শেয়ার বিজনেস24.কম
এই প্রকল্পগুলোর মধ্যে পাকিস্তান, জার্মানি, অস্ট্রেলিয়া, ভুটান, ব্রুনেই ও সৌদি আরবে চ্যান্সারি কমপ্লেক্স নির্মাণের কাজ রয়েছে। তবে এডিপির ধীরগতির কারণে এসব প্রকল্প এখনো বাস্তবায়নের অপেক্ষায়।
পরিকল্পনা মন্ত্রণালয়ের আইএমইডির জানুয়ারি পর্যন্ত হালনাগাদ প্রতিবেদনে দেখা গেছে, গত ছয় বছরের মধ্যে এটি সর্বনিম্ন এডিপি বাস্তবায়ন। জুলাই-জানুয়ারি সময়ে মোট এডিপি বাস্তবায়ন হয়েছে ২১.৫২ শতাংশ, যা আগের বছরের একই সময়ের তুলনায় ১৪,৫৮৮ কোটি টাকা কম।
শুধু পররাষ্ট্র মন্ত্রণালয় নয়, আরও ১১টি মন্ত্রণালয় ও বিভাগ তাদের বরাদ্দের মাত্র ১০ শতাংশ ব্যয় করতে পেরেছে। এর মধ্যে রয়েছে স্বাস্থ্যসেবা বিভাগ, জননিরাপত্তা বিভাগ, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়, সমাজকল্যাণ মন্ত্রণালয়, পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়।
বিশ্লেষকদের মতে, রাজনৈতিক অস্থিরতা, প্রশাসনিক জটিলতা ও প্রকল্প পরিচালকদের অনীহা উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। চলতি অর্থবছরে ২ লাখ ৭৮ হাজার ২৮৯ কোটি টাকার এডিপি গ্রহণ করা হলেও, বাস্তবায়নের ধীরগতিতে সরকারের উন্নয়ন পরিকল্পনা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।
শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।