২৩ এপ্রিল ২০২৩ রবিবার, ১২:০০ পিএম
স্টাফ রিপোর্টার
শেয়ার বিজনেস24.কম
ভারতের পর্যটকদের আকর্ষণ করতে দুবাইয়ের সঙ্গে তীব্র প্রতিযোগিতা করছে সৌদি আরব। ফলে এপ্রিল-মে মাসের ছুটির মৌসুমে সেখানে ভ্রমণের জন্য উড়োজাহাজের টিকিট বুকিং বেড়েছে ৭৫ শতাংশ। সম্প্রতি প্রকাশিত এক তথ্যে এমন চিত্র দেখা গেছে। খবর অ্যারাবিয়ান বিজনেস।
সব ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নিয়ে এবং ভিসাপ্রাপ্তি সহজ করে দিয়ে আন্তর্জাতিক পর্যটকদের টানার চেষ্টা করছে সৌদি আরব। মক্কা ও মদিনার মতো পবিত্র শহরের ধর্মীয় পর্যটনে দৃষ্টি দিয়েও তারা দেশে ভ্রমণের চাহিদা বাড়ানোর চেষ্টা করছে।
গালফ কো-অপারেশন কাউন্সিল ও ভারতের শীর্ষস্থানীয় অনলাইন ট্রাভেল এজেন্সি (ওটিএ) ক্লিয়ারট্রিপের বিজনেস ডেভেলপমেন্টের প্রধান অতীশ থাপা বলেন, ‘সৌদি আরব এখন ভারতীয় ভ্রমণকারীদের জন্য ক্রমাগত জনপ্রিয় গন্তব্য হয়ে উঠছে।’ অ্যারাবিয়ান বিজনেসের তথ্য বলছে, এপ্রিল-মে মাসে তাদের চাহিদা বেড়েছে ৭৫ শতাংশ।
অন্যান্য ভ্রমণ পরিষেবা সংস্থা এবং ওটিএর সিনিয়র নির্বাহীরা নিশ্চিত করেছেন, ভ্রমণের ক্ষেত্রে সৌদি আরবের জনপ্রিয় হয়ে ওঠার এ ধারা বেশ তাৎপর্যপূর্ণভাবে বেড়েছে। শিল্পসংশ্লিষ্টরা বলছে, সৌদিয়ায় ভাড়া তুলনামূলক কম হওয়ায় বেশকিছু পশ্চিমা দেশে অথবা অন্যান্য আন্তর্জাতিক গন্তব্যে সফররত ভারতীয় যাত্রীর কাছ থেকে বেশকিছু ট্রানজিট ট্রাভেল পাচ্ছে রিয়াদ।
নিউ জার্সিতে বসবাসরত ভারতীয়-আমেরিকান মেডিকেল প্রফেশনাল সুসি ফ্রান্সিস বলেন, ‘নিউ জার্সি থেকে কেরালা হয়ে আমরা সৌদিয়ায় যাই। কারণ সেখানে এমিরেটস বা ইতিহাদের ইকোনমি ক্লাস টিকিটের থেকে অল্পকিছু বেশি মূল্যেই বিজনেস ক্লাস টিকিট পাওয়া যায়।’
তথ্য বলছে, ভারত-জিসিসি রুটে চলতি বছরের এপ্রিল-মে মাসে ভ্রমণের জন্য বুকিংয়ে বেশ উল্লেখযোগ্য উল্লম্ফন দেখা গেছে। সংখ্যাটা ৫০ শতাংশের বেশি। বিভিন্ন স্কুল ও কলেজের গ্রীষ্মকালীন ছুটি থাকায় এপ্রিল থেকে মে মাসকে ভারতের আন্তর্জাতিক ভ্রমণের জন্য ব্যস্ত ছুটির মৌসুম হিসেবে ধরা হয়। থাপা বলেন, ‘সংযুক্ত আরব আমিরাত এখনো ভারতীয় ভ্রমণকারীদের জন্য সবচেয়ে জনপ্রিয় অঞ্চল।’ তথ্য বলছে, মধ্যপ্রাচ্যের বেশির ভাগ বুকিংই হয় এ উপসাগরীয় দেশটিতে। দক্ষিণ এশিয়ার দেশগুলোর পর্যটকদের কাছে এখনো শীর্ষ গন্তব্য দুবাই ও আবুধাবি। চাহিদা বাড়া সত্ত্বেও জনপ্রিয়তার মাত্রায় সৌদি আরব এখনো সংযুক্ত আরব আমিরাতের তুলনায় অনেক পিছিয়ে।
শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।