facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ২১ ডিসেম্বর শনিবার, ২০২৪

Walton

পাঁচ কার্যদিবসের মধ্যে বিডিআর হত্যাকাণ্ড তদন্তে কমিটি গঠনের ঘোষণা


১৭ ডিসেম্বর ২০২৪ মঙ্গলবার, ১১:৩৭  এএম

ডেস্ক রিপোর্ট

শেয়ার বিজনেস24.কম


পাঁচ কার্যদিবসের মধ্যে বিডিআর হত্যাকাণ্ড তদন্তে কমিটি গঠনের ঘোষণা

রাজধানীর পিলখানায় বিডিআর হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে আগামী পাঁচ কর্মদিবসের মধ্যে একটি তদন্ত কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি জানান, এই কমিটিতে থাকবেন অবসরপ্রাপ্ত বিচারক, সুশীল সমাজের প্রতিনিধি, সশস্ত্র বাহিনী এবং পুলিশের অবসরপ্রাপ্ত কর্মকর্তারা।

কমিটির সদস্য সংখ্যা এখনও নির্ধারিত না হলেও ধারণা করা হচ্ছে, এটি পাঁচ, সাত বা নয়জনের হতে পারে এবং সশস্ত্র বাহিনীর সদস্যদের সংখ্যা বেশি থাকবে। আজ মঙ্গলবার সকালে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

নাম চূড়ান্তে সময় লাগবে সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, "কমিটিতে অনেকেই আসতে চান না। সবার কাছ থেকে নাম সংগ্রহ করতে সময় লাগবে। সবার সঙ্গে আলোচনা করেই কমিটির নাম চূড়ান্ত করা হবে।" তিনি আরও বলেন, "কমিটি ও কমিশনের মধ্যে কোনো পার্থক্য নেই। আইন মন্ত্রণালয়ের সঙ্গে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কোনো বিভ্রান্তিও নেই।"

২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি পিলখানায় বিডিআর হত্যাকাণ্ড সংঘটিত হয়। এ ঘটনায় ন্যায়বিচার নিশ্চিত করতে একটি স্বাধীন তদন্ত কমিশন গঠনের দাবি জানিয়ে আসছে বিভিন্ন মহল, বিশেষ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। তারা অভিযোগ করেছে, অন্তর্বর্তী সরকার এ বিষয়ে গড়িমসি করছে।

কমিশন গঠনে দাবি ও কর্মসূচি আজকের সংবাদ সম্মেলনের আগে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা আইন মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচি ঘোষণা করেছিলেন। আন্দোলনের নির্বাহী কমিটির সদস্য মাহিন সরকার এবং আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ এই কর্মসূচির সঙ্গে একাত্মতা প্রকাশ করেন। তাদের দাবি, অবিলম্বে স্বাধীন তদন্ত কমিশন গঠন করতে হবে।

সরকারের তড়িঘড়ি সিদ্ধান্ত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চাপের মধ্যেই আজ সরকার পাঁচ কার্যদিবসের মধ্যে তদন্ত কমিটি গঠনের ঘোষণা দিয়েছে। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, "বিডিআর হত্যাকাণ্ডের পুনঃতদন্ত এবং ন্যায়বিচার নিশ্চিতে সরকার বদ্ধপরিকর। স্বরাষ্ট্র উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকেই আমি ন্যায়বিচারের পক্ষে সোচ্চার। এটি একটি স্বতন্ত্র কমিটি হবে। পুনঃতদন্তের বিষয়টি আদালতের বিচারাধীন।"

পূর্ববর্তী অবস্থান থেকে সরে আসা এর আগে রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছিল, বিডিআর হত্যাকাণ্ডে আদালতে দুটি মামলা চলমান থাকায় কমিশন গঠন আদালতের আদেশের সঙ্গে সাংঘর্ষিক হতে পারে। তবে দুদিনের ব্যবধানে আজ তদন্ত কমিটি গঠনের ঘোষণা এলো।

বিডিআর হত্যাকাণ্ডে ন্যায়বিচার নিশ্চিতে সরকারের নতুন এ সিদ্ধান্ত কতটা কার্যকর হয়, তা নিয়ে এখন সকলের দৃষ্টি সরকারের পরবর্তী পদক্ষেপের দিকে।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন:

রাজনীতি -এর সর্বশেষ