facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ৩০ অক্টোবর বুধবার, ২০২৪

Walton

পাকিস্তানের কোচ গ্যারি কারস্টেনের পদত্যাগ


২৮ অক্টোবর ২০২৪ সোমবার, ০১:২৭  পিএম

স্পোর্টস ডেস্ক

শেয়ার বিজনেস24.কম


পাকিস্তানের কোচ গ্যারি কারস্টেনের পদত্যাগ

নিয়োগের ছয়মাসের মাথায় ওয়ানডে ও টি-টোয়েন্টি ফরম্যাটে পাকিস্তানের হেড কোচের দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন গ্যারি কারস্টেন। গত এপ্রিলে দুই বছরের চুক্তিতে তাকে নিয়োগ দিয়েছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে যাওয়ার হতে মাত্র সাত দিন আগে গ্যারি কারস্টেনের পদত্যাগ পাকিস্তানের জন্য একটা বড় ধাক্কা। ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো জানিয়েছে, এ বিষয়ে দ্রুতই একটি বিবৃতি দেবে পিসিবি।

অস্ট্রেলিয়ায় সীমিত ওভারের সিরিজের জন্য পাকিস্তানের দল ঘোষণা করা হয়েছে রোববার। আগামী শনিবার শুরু ওয়ানডে সিরিজ। কিন্তু সফর শুরুর ঠিক আগে আচমকা এলো দক্ষিণ আফ্রিকান এই কোচের এই ঘোষণা।

ক্রিকইনফো জানায়, বোর্ডের মধ্যে উত্তপ্ত পরিস্থিতির কারণেই সীমিত ওভারের অধিনায়ক ও স্কোয়াড ঘোষণা করতে বিলম্ব হচ্ছিল। যেখানে কারস্টেন তার মতামতকে গুরুত্ব দিতে চেয়েছিলেন। এই নিয়ে লাল বলের কোচ জেসন গিলেস্পির সঙ্গে তার বিরোধ তৈরি হয়। এর জেরেই কারস্টেন পদত্যাগ করেছেন বলে ধারণা করা হচ্ছে।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন: