facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ১৯ এপ্রিল শনিবার, ২০২৫

Walton

পাচাররোধে কড়া বার্তা: ১৭ হাজার কোটি টাকার শেয়ার জব্দ, নিষেধাজ্ঞা


১৬ এপ্রিল ২০২৫ বুধবার, ০২:২১  পিএম

ডেস্ক রিপোর্ট

শেয়ার বিজনেস24.কম


পাচাররোধে কড়া বার্তা: ১৭ হাজার কোটি টাকার শেয়ার জব্দ, নিষেধাজ্ঞা

বিদেশে পাচার হওয়া সম্পদ পুনরুদ্ধার এবং আর্থিক জবাবদিহিতা নিশ্চিত করতে সরকার জিরো টলারেন্স নীতিতে অটল। সেই নীতির অংশ হিসেবে ১০টি শিল্পগোষ্ঠীর প্রায় ১৭ হাজার কোটি টাকার সমপরিমাণ শেয়ার আদালতের মাধ্যমে জব্দ করেছে নবগঠিত আন্তঃসংস্থা টাস্কফোর্স। পাশাপাশি বিভিন্ন ব্যাংকে থাকা আরও ৪ হাজার কোটি টাকার সম্পদ জব্দ করা হয়েছে এবং ৮৪ জনের বিদেশগমনে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

মঙ্গলবার (১৫ এপ্রিল) বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে গভর্নর ড. আহসান এইচ মনসুরের সভাপতিত্বে অনুষ্ঠিত টাস্কফোর্সের সপ্তম সভায় এই চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করা হয়। সভায় অর্থপাচার রোধে দ্রুত মামলা দায়ের ও নিষ্পত্তি, বিদেশে পাচার হওয়া অর্থ ফেরত আনার ওপর জোর দেওয়া হয়।

গভর্নর বলেন, “অর্থ পাচারকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা দ্রুত বাস্তবায়ন করতে হবে। দেশে ফেরত আনা প্রতিটি টাকাই অর্থনীতির শক্ত ভিত গঠনে সহায়ক।”

তদন্তের আওতায় থাকা শিল্পগোষ্ঠীর মধ্যে রয়েছে—এস আলম গ্রুপ, বেক্সিমকো, নাবিল, সামিট, ওরিয়ন, জেমকন, নাসা, বসুন্ধরা, সিকদার এবং আরামিট গ্রুপ। এসব গ্রুপের শীর্ষ কর্মকর্তাদের ব্যক্তিগত ব্যাংক হিসাব ও সম্পদের ওপর নজরদারি চালানো হচ্ছে। অভিযোগ রয়েছে, অনেকেই বিদেশে পাড়ি দিয়ে নাগরিকত্বও ত্যাগ করেছেন।

টাস্কফোর্সের দায়িত্বে রয়েছে সিআইডি, এনবিআর, দুর্নীতি দমন কমিশন ও অন্যান্য সংস্থার সমন্বয়ে গঠিত যৌথ তদন্ত দল, যার নেতৃত্ব দিচ্ছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)

এই উদ্যোগের আন্তর্জাতিক দৃষ্টিও আকর্ষণ করেছে। লন্ডন সফরে গিয়ে গভর্নর আহসান এইচ মনসুর জানিয়ে এসেছেন, পাচার হওয়া অর্থ উদ্ধারে যথাযথ প্রমাণ পেলে আন্তর্জাতিক তিনটি প্রতিষ্ঠান ৫ কোটি ডলার পর্যন্ত বিনিয়োগে আগ্রহী। তারা বাংলাদেশে এসে মামলাগুলো পর্যালোচনা করারও আগ্রহ প্রকাশ করেছে।

সরকার বলছে, এই অভিযান শুধু অর্থ ফেরত আনার জন্য নয়, বরং একটি শক্তিশালী, স্বচ্ছ এবং দায়িত্বশীল অর্থনৈতিক কাঠামো গড়ে তোলার পথচলার শুরু। এই পদক্ষেপে প্রমাণিত হচ্ছে—কারো দাপটে নয়, দেশের স্বার্থেই এখন চলছে আইন।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন:

শেয়ারবাজার -এর সর্বশেষ