facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ২১ ডিসেম্বর শনিবার, ২০২৪

Walton

পাবনা কমিউনিটি হাসপাতালে আলোচনা সভা


০২ মার্চ ২০২৪ শনিবার, ০২:৪৯  পিএম

স্টাফ রিপোর্টার

শেয়ার বিজনেস24.কম


পাবনা কমিউনিটি হাসপাতালে আলোচনা সভা

পাবনা কমিউনিটি হাসপাতাল আজ শনিবার পরির্দশন করেছেন পদাতিক নাট্য সংসদের সদস্যরা। পরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন ঢাকা কমিউনিটি হাসপাতালের ট্রাস্টের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কাজী হাবিবুর রহমান।

তিনি বলেন, স্বাস্থ্য সেবার পাশাপাশি সাংস্কৃতি কার্যক্রম মানুষের প্রয়োজন রয়েছে। আপনারা আমরা একসাথে কাজ করলে আরও ভালোভাবে স্বাস্থ্য সেবা ও সাংস্কৃতিক অঙ্গনকে আরও এগিয়ে নিয়ে যেতে পারব।

কাজী হাবিবুর রহমান ঢাকা কমিউনিটি হাসপাতালের ট্রাস্টের ও পাবনা কমিউনিটি হাসপাতালের কার্যক্রম তুলে ধরেন। আরও উপস্থিত ছিলেন শারমিনা বানু (নির্বাহী পরিচালক, উন্নয়ন বিভাগ),মোঃ ওয়াকার হোসেন তপন পরিচালক, গণসংযোগ বিভাগ),প্র.ডাঃ মোঃ রিয়াজুল হক রেজা (উপদেষ্টা, পাবনা কমি্নিটি হাসপাতাল),কাজী সারোয়ার রহমান মুকুট (পরিচালক পিসিসি), এস.মুস্তকিম সবুজ,(পরিচালক, পাবনা কমিউনিটি ক্লিনিক)এবং ঢাকা কমিউনিটি হাসপাতালের ও পাবনা কমিউনিটি হাসপাতালের প্রশাসনিক করমকর্তারা।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন: