২০ আগস্ট ২০২৩ রবিবার, ১১:১৬ এএম
আন্তর্জাতিক ডেস্ক
শেয়ার বিজনেস24.কম
পালসার সিরিজের নতুন মডেল হাজির করল বাজাজ। সম্প্রতি বাজারে এসেছে পালসার ১৫০ নিউ মডেল। এটি মূলত পালসার ১৫০ বাইকের ২০২৩ ভার্সন। এই বাইকের বিশেষত্ব হচ্ছে এর মাইলেজ। একবার ট্যাঙ্ক ফুল করলে কমছে কম ৯০০ কিলোমিটার পথ চলতে পারবে।
বাজাজের কথা বলে এই কোম্পানির মূল পরিচিতি বহন করে আসছে তার পালসার সিরিজ। এক যুগেরও অধিক সময় ধরে বাজাজ পালসার ১৫০ বাজারে রয়েছে। তবে এবার বাজাজ পালসার ১৫০ মডেলকে নতুন রূপে হাজির করল।
ডিজাইন ও গ্রাফিক্সের দিকে যেমন একে আপডেট করা হয়েছে তেমনি মর্ডান টেকনোলজি ও ফিচারস যুক্ত করা হয়েছে এতে। রয়েছে আধুনিক সব সুযোগ সুবিধা।
বাজাজ পালসার ১৫০ মডেলের নতুন ভার্সন নিয়ন কমলা বা হলুদ হাইলাইটসহ আসছে। সঙ্গে মেটালিক গ্রে কালার দেখা যাবে। বাইকটি ছয়টি ভিন্ন পেইন্টস স্কিমে উপলব্ধ। স্প্লিট সিট ডিজাইন ও স্পোর্টি লুকে পাওয়া যাবে।
তবে এতে আগের মতোই ১৫০ সিসির ইঞ্জিন থাকছে। তবে ইঞ্জিন হবে আগের চেয়ে রিফাইন। ইঞ্জিনটি যুক্ত থাকবে ৫ স্পিড গিয়ার বক্সের সাথে। আর এর আউটপুট এর পরিমাণ হলো ১৩.৮ বিএইচপি শক্তি ও ১৩.৪ এনএম টর্ক। আর মাইলেজের কথা বললে বাইকটি প্রতি লিটারে ৬০ কিলোমিটার মাইলেজ পাওয়া যাবে।
শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।