০৯ নভেম্বর ২০২৩ বৃহস্পতিবার, ০৬:১৬ পিএম
আন্তর্জাতিক ডেস্ক
শেয়ার বিজনেস24.কম
বিশ্ববরেণ্য স্প্যানিশ চিত্রশিল্পী পাবলো পিকাসোর একটি চিত্রকর্ম নিলামে বিক্রি হয়েছে। তাঁর ১৯৩২ সালে আঁকা ‘উইমেন উইথ আ ওয়াচ’ চিত্রকর্মটি ১ হাজার ৫২৯ কোটি টাকায় (১৩ কোটি ৯০ লাখ মার্কিন ডলার) নিলামে বিক্রি হয়েছে। এটি পিকাসোর দ্বিতীয় সর্বোচ্চ দামে বিক্রি হওয়া কোনো ছবি বলে জানিয়েছে ব্রিটিশ নিলামকারী প্রতিষ্ঠান সদবি’স।
নীল পটভূমির চিত্রকর্মটিতে দেখা গেছে, সিংহাসনের মতো চেয়ারে বসে আছেন এক নারী। বিশেষজ্ঞরা ওই নারীকে ফরাসি শিল্পী মারি–তেরেস ওয়ালতের বলে চিহ্নিত করেছেন। মারি–তেরেস পিকাসোর প্রেমিকা ছিলেন। তাঁর অনেক চিত্রকর্মের বিষয়বস্তু ছিলেন এই নারী শিল্পী।
নিলামে ওঠার আগে চিত্রকর্মটির মূল্য ধরা হয়েছিল ১২ কোটি মার্কিন ডলার। চিত্রকর্মটি আগে প্রয়াত শিল্প সংগ্রাহক এমিলি ফিশার ল্যান্ডউর মালিকানায় ছিল। তিনি ১৯৬৮ সালে চিত্রকর্মটি কেনেন। পরে পরিচয় গোপন রাখা একজন ক্রেতা তাঁর কাছ থেকে চিত্রকর্মটি কিনে নিয়েছিলেন।
মারি–তেরেসের বয়স যখন ১৭, তখন প্যারিসে ৪৫ বছর বয়সী পিকাসোর সঙ্গে তাঁর দেখা হয়। পরে এই জুটি গোপন সম্পর্কে জড়িয়ে পড়েন। সে সময় পিকাসো ইউক্রেনীয় ব্যালেরিনা শিল্পী ওলগা খোখলোভাকে বিয়ে করেছিলেন।
মারি–তেরেস পিকাসোর অনেক চিত্রকর্মেরই বিষয়বস্তু হয়েছিলেন। এর মধ্যে ১৯৩২ সালের ‘ন্যুড রিক্লাইনিং উইমেন’ চিত্রকর্মের বিষয়বস্তুও তিনি ছিলেন। এই চিত্রকর্ম ২০২২ সালের নিলামে ৬ কোটি ৭৫ লাখ ডলারে বিক্রি হয়েছিল।
নিলামে বিক্রি হওয়া পিকাসোর সবচেয়ে দামি চিত্রকর্মটি হলো ‘লেস ফেমিস ডি’আলজার’ (উইমেন অব আলজিয়ার্স)। ২০১৫ সালে নিলামকারী প্রতিষ্ঠান ক্রিস্টি ১৭ কোটি ৯৩ লাখ ডলারে ওই চিত্রকর্ম বিক্রি করেছিল।
পিকাসো ১৮৮১ সালে স্পেনের মালাগায় জন্মগ্রহণ করেন। তিনি বড় হয়েছেন বার্সেলোনায়। পরে পিকাসো ১৯০৪ সালে ফ্রান্সের রাজধানী প্যারিসে যান। সেখানেই তিনি বিংশ শতাব্দীর অন্যতম সেরা চিত্রশিল্পী হিসেবে নিজেকে মেলে ধরেন।
শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।