facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ০২ এপ্রিল বুধবার, ২০২৫

Walton

পিডিলাইটের ডিস্ট্রিবিউটরদের জন্য ব্র্যাক ব্যাংকের বিশেষ সুবিধা


১৪ ফেব্রুয়ারি ২০২৫ শুক্রবার, ০৯:৫৬  পিএম

ডেস্ক রিপোর্ট

শেয়ার বিজনেস24.কম


পিডিলাইটের ডিস্ট্রিবিউটরদের জন্য ব্র্যাক ব্যাংকের বিশেষ সুবিধা

পিডিলাইট স্পেশালিটি কেমিক্যালস (বাংলাদেশ) প্রাইভেট লিমিটেডের ডিস্ট্রিবিউটরদের জন্য সহজ ও সুবিধাজনক ফাইন্যান্সিং সল্যুশন প্রদানে চুক্তি করেছে ব্র্যাক ব্যাংক।

এই চুক্তির অধীনে, পিডিলাইটের ডিস্ট্রিবিউটররা ব্র্যাক ব্যাংক থেকে সহজ শর্তে টার্ম লোন গ্রহণ করতে পারবেন, যা তাদের ব্যবসায়িক কার্যক্রমকে আরও স্বচ্ছন্দে এবং নির্বিঘ্নে পরিচালনা করতে সাহায্য করবে। ডিস্ট্রিবিউটররা জামানতসহ এবং জামানতবিহীন ঋণ সুবিধাও গ্রহণ করতে পারবেন।

এছাড়া, ব্র্যাক ব্যাংকের আধুনিক ‘কর্পনেট’ ইন্টারনেট ব্যাংকিং প্ল্যাটফর্ম ব্যবহার করে দ্রুত পেমেন্ট ট্রান্সফার করা সম্ভব হবে।

৯ ফেব্রুয়ারি পিডিলাইটের অফিসে উভয় প্রতিষ্ঠানের প্রতিনিধিদের উপস্থিতিতে এই চুক্তি স্বাক্ষরিত হয়, যা পিডিলাইটের ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ককে আরো শক্তিশালী করতে সহায়ক হবে এবং বাংলাদেশের অ্যাডেসিভ মার্কেটে স্থিতিশীলতা ও প্রবৃদ্ধি আনবে।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন:

কর্পোরেট -এর সর্বশেষ