facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ২১ ফেব্রুয়ারি শুক্রবার, ২০২৫

Walton

পুঁজিবাজার সংস্কারে নতুন পদক্ষেপ


২০ ফেব্রুয়ারি ২০২৫ বৃহস্পতিবার, ১১:২২  এএম

ডেস্ক রিপোর্ট

শেয়ার বিজনেস24.কম


পুঁজিবাজার সংস্কারে নতুন পদক্ষেপ

মিউচ্যুয়াল ফান্ড বিধিমালা এবং মার্জিন রুলসের বিষয়ে পুঁজিবাজার সংস্কার টাস্কফোর্স কমিশনের খসড়া সুপারিশের উপর সংশ্লিষ্ট সকলের মতামত চেয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) বিএসইসির পরিচালক ও মুখপাত্র মো. আবুল কালাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিএসইসি কর্তৃক গঠিত ‘পুঁজিবাজার সংস্কার টাস্কফোর্স’ ‘সিকিউরিটিজ ও এক্সচেঞ্জ কমিশন (মিউচ্যুয়াল ফান্ড) বিধিমালা, ২০০১’ এবং ‘মার্জিন বুলস, ১৯৯৯’ এর যুগোপযোগীকরণের বিষয়ে ইতোমধ্যে কমিশনের নিকট খসড়া সুপারিশ জমা দিয়েছে। সুপারিশসমূহ বাস্তবায়নের জন্য কাজ করছে কমিশন। এরই ধারাবাহিকাতায়, টাস্কফোর্সের সুপারিশসমূহের উপর সংশ্লিষ্ট সকলের মতামত আহ্বান জানানো হচ্ছে।

নিম্নোক্ত ই-মেইল ঠিকানায় আগামী ২৮ ফেব্রুয়ারি তারিখ পর্যন্ত মতামত প্রেরণ করা যাবে।

টাস্কফোর্স এর সুপারিশসমূহ এর উপর মতামত প্রেরণের জন্য ই-মেইল ঠিকানা:

সিকিউরিটিজ ও এক্সচেঞ্জ কমিশন (মিউচ্যুয়াল ফান্ড) বিধিমালা সংক্রান্ত মতামত:

পরামর্শের জন্য [email protected] । এবং মার্জিন বুলস সংক্রান্ত মতামতের জন্য: suggestion [email protected]
পুঁজিবাজার সংস্কার টাস্কফোর্স এর খসড়া সুপারিশসমূহ কমিশনের ওয়েবাসাইট (ওয়েবলিংক: https://sec.gov.bd/home/taskforce draft recommendation) -এ পাওয়া যাবে।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন: