০৮ সেপ্টেম্বর ২০২৪ রবিবার, ০২:৪১ পিএম
ডেস্ক রিপোর্ট
শেয়ার বিজনেস24.কম
সিকিউরিটিজ আইন লঙ্ঘন করায় চলতি বছরের আগস্টে নয়টি প্রতিষ্ঠানকে সতর্ক করেছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
সতর্ক করা প্রতিষ্ঠানগুলো পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ও সদস্যভুক্ত ব্রোকারেজ হাউজ। ভবিষ্যতে এসব প্রতিষ্ঠানকে আইন যথাযথভাবে মেনে চলার জন্য কঠোরভাবে নির্দেশনা দিয়েছে সংস্থাটি।
বিএসইসির ওয়েবসাইট সূত্রে তথ্য জানা গেছে।
সতর্ক করা প্রতিষ্ঠানগুলো হলো- স্ট্যান্ডার্ড সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড, এনসিসিবি সিকিউরিটিজ অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেড, ইসলামী ইন্স্যুরেন্স বাংলাদেশ লিমিটেড, সিনহা সিকিউরিটিজ লিমিটেড, ইন্টারন্যাশনাল লিজিং সিকিউরিটিজ লিমিটেড, মো. ফখরুল ইসলাম সিকিউরিটিজ লিমিটেড, ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজ লিমিটেড, প্রুডেনশিয়াল সিকিউরিটিজ লিমিটেড ও প্রিলিংক সিকিউরিটিজ লিমিটেড।
এর মধ্যে স্ট্যান্ডার্ড সিরামিকের পরিচালনা পর্ষদ, ব্যবস্থাপনা পরিচালক, প্রধান আর্থিক কর্মকর্তা ও কোম্পানি সচিব; এনসিসিবির সিইও ও কমপ্লায়েন্স অথরিটি আহসানুল আরেফিন, ধানমন্ডি ব্রাঞ্চ ইনচার্জ মো. সিরাজুল ইসলাম, কমপ্লায়েন্স অফিসার মাকসুদ করিম খান ও আবু শাহেদ মোহাম্মদ এনায়েত করিম; ইসলামী ইন্স্যুরেন্সের পরিচালনা পর্ষদ, ব্যবস্থাপনা পরিচালক, প্রধান আর্থিক কর্মকর্তা ও কোম্পানি সচিব; সিনহা সিকিউরিটিজের ট্রেক প্রতিনিধি মোহাম্মদ মাহবুবুল আলম, কমপ্লায়েন্স অথরিটি রেজা-উর-রহমান সিনহা, এলিফ্যান্ট রোড ব্রাঞ্চের সাবেক ইনচার্জ কাকলি দেবনাথ; ইন্টারন্যাশনাল লিজিং সিকিউরিটিজের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নূরে রাব্বি, কমপ্লায়েন্স অফিসার নাজমুস সাকিব, চট্টগ্রাম ব্রাঞ্চ ইনচার্জ মোহাম্মদ নোমান সিদ্দিক ও কমপ্লায়েন্স অফিসার মিথুন চৌধুরী; ফখরুল ইসলাম সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক মো. ফখরুল ইসলাম, কমপ্লায়েন্স অফিসার কামরুল ইসলাম ও চট্টগ্রাম ব্রাঞ্চের ইনচার্জ এসএম জামিল উদ্দিন মাহামুদ; ব্র্যাক ইপিএলের সিইও ও কমপ্লায়েন্স অথরিটি আহসানুর রহমান, কমপ্লায়েন্স অফিসার কুমারেশ সাহা, চট্টগ্রাম ব্রাঞ্চ ইনচার্জ এজিএম কাইসার ও কমপ্লায়েন্স অফিসার এসএম আরমান হাসান; প্রিলিংক সিকিউরিটিজের কমপ্লায়েন্স অথরিটি মো. জহিরুল ইসলাম, কমপ্লায়েন্স অফিসার আব্দুল্লাহ আল ইকবাল, ধানমন্ডি ব্রাঞ্চ ইনচার্জ মো. আব্দুল হান্নান ও কমপ্লায়েন্স অফিসার মো. নুরুল ইসলামকে সিকিউরিটিজ-সংক্রান্ত আইন মেনে চলার জন্য বলা হয়েছে।
শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।