facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ১৩ এপ্রিল রবিবার, ২০২৫

Walton

পুঁজিবাজারে আসছে লংকাবাংলার ২৫ কোটি টাকার ফান্ড!


১০ এপ্রিল ২০২৫ বৃহস্পতিবার, ০৯:৫০  এএম

ডেস্ক রিপোর্ট

শেয়ার বিজনেস24.কম


পুঁজিবাজারে আসছে লংকাবাংলার ২৫ কোটি টাকার ফান্ড!

বে-মেয়াদি মিউচ্যুয়াল ফান্ড লংকাবাংলা ফিক্সড ইনকাম ফান্ড-এর খসড়া ট্রাস্ট ডিড ও ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট চুক্তি অনুমোদন দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এর ফলে পুঁজিবাজারে নতুন একটি স্থিতিশীল আয়ের ফান্ড যুক্ত হতে যাচ্ছে, যা বিনিয়োগকারীদের জন্য এক নতুন সম্ভাবনার দ্বার খুলে দিল।

মঙ্গলবার (৮ এপ্রিল) বিএসইসির ৯৫০তম কমিশন সভায় চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের সভাপতিত্বে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

বুধবার (৯ এপ্রিল) বিএসইসির মুখপাত্র মো. আবুল কালাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তি অনুযায়ী, ট্রাস্ট ডিডটি রেজিস্ট্রেশন অ্যাক্ট ১৯০৮-এর অধীনে নিবন্ধনের পর, ফান্ডটির নিবন্ধন সনদ প্রদান করা হবে।

ফান্ডের মূল তথ্য:

- প্রাথমিক লক্ষ্যমাত্রা:** ২৫ কোটি টাকা
- ইউনিট মূল্য: ১০ টাকা
- সম্পদ ব্যবস্থাপক: লংকাবাংলা অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেড
- ট্রাস্টি: সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড
- কাস্টডিয়ান: কমার্শিয়াল ব্যাংক অব সিলন পিএলসি

বিশ্লেষণ ও পরামর্শ:

ফিক্সড ইনকাম ফান্ড মূলত এমন একটি বিনিয়োগ প্রোডাক্ট যেখানে ঝুঁকি অপেক্ষাকৃত কম এবং আয়ের ধারাবাহিকতা বেশি। অর্থাৎ, যারা নিরাপদ ও স্থিতিশীল আয় চান তাদের জন্য এই ধরনের ফান্ড হতে পারে উত্তম বিকল্প।

বিনিয়োগকারীদের জন্য পরামর্শ:

- ফান্ডের প্রসপেক্টাস ভালোভাবে পর্যালোচনা করে সিদ্ধান্ত নিন।
- মিউচ্যুয়াল ফান্ডে বিনিয়োগে আগে বোঝার চেষ্টা করুন—ফান্ডটি কোথায় বিনিয়োগ করবে, কারা ম্যানেজ করবে, ও কি ধরনের রিটার্ন প্রত্যাশা করা যায়।
- যেহেতু এটি বে-মেয়াদি, তাই দীর্ঘমেয়াদী পরিকল্পনার জন্য উপযুক্ত।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন: