১৬ নভেম্বর ২০২৪ শনিবার, ১১:০৭ এএম
ডেস্ক রিপোর্ট
শেয়ার বিজনেস24.কম
বাংলাদেশ সচিবালয়ে অন্তর্বর্তী সরকারের তিন মাস পূর্তি উপলক্ষে জাতীয় বার্তা সংস্থা বাসসকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে তিনি বলেন, "বিগত শাসনামলের উত্তরাধিকার সূত্রে পাওয়া আর্থিক, পুঁজিবাজার ও ব্যাংকিং সংকট মোকাবিলায় আমাদের সংস্কার কার্যক্রম চালিয়ে যেতে হচ্ছে।"
পুঁজিবাজারে নতুন উদ্যোগ
পুঁজিবাজারে বিনিয়োগ উৎসাহিত করতে স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত কোম্পানির শেয়ার থেকে ৫০ লাখ টাকার বেশি মূলধন লাভের ওপর কর হার কমিয়ে ১৫ শতাংশ করা হয়েছে। এর আগে এই কর হার ছিল ৩০ শতাংশ।
এ ছাড়া, পুঁজিবাজারে স্থিতিশীলতা আনতে আইসিবিকে ইতোমধ্যে ৩ হাজার কোটি টাকা প্রদান করা হয়েছে। বাজারে শৃঙ্খলা আনতে একটি টাস্কফোর্স কাজ করছে, যা সিকিউরিটিজ ট্রেডিংয়ের অস্থিরতা পর্যবেক্ষণ ও নিয়ন্ত্রণ করবে।
উন্নয়ন প্রকল্পে অগ্রাধিকার
উন্নয়ন প্রকল্প পর্যালোচনা প্রসঙ্গে ড. সালেহউদ্দিন বলেন, "এডিপির অধীনে এমন প্রকল্পগুলো একনেকে রাখা হচ্ছে, যেগুলো উচ্চ রিটার্ন নিশ্চিত করতে পারে। বাজেটে চাপ এড়াতে উন্নয়ন পরিকল্পনার ক্ষেত্রে আমরা আরও সচেতন।"
সরকারের ঋণ পরিশোধে কোনো উদ্বেগ আছে কিনা জানতে চাইলে তিনি জানান, "আমরা ব্যয়ের ক্ষেত্রে মিতব্যয়ী হওয়ার চেষ্টা করছি এবং প্রয়োজন অনুযায়ী বাজেট সংশোধন করা হবে।"
এই সংস্কার পদক্ষেপগুলোর মাধ্যমে বর্তমান সরকার সংকট মোকাবিলায় ইতিবাচক অগ্রগতি আনবে বলে আশাবাদ ব্যক্ত করেন অর্থ উপদেষ্টা।
শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।