facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ১৫ জানুয়ারি বুধবার, ২০২৫

Walton

পুঁজিবাজারের ছয় খবর, যা আপনি জানতে চান


১৪ জানুয়ারি ২০২৫ মঙ্গলবার, ০১:৪৭  পিএম

ডেস্ক রিপোর্ট

শেয়ার বিজনেস24.কম


পুঁজিবাজারের ছয় খবর, যা আপনি জানতে চান

ইউনিক হোটেলের পরিচালকদের হঠাৎ শেয়ার বৃদ্ধি নিয়ে সন্দেহ!

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইউনিক হোটেলের উদ্যোক্তা পরিচালকদের হঠাৎ শেয়ারধারণ বৃদ্ধির কারণ জানেনা কেউ। গত এক মাসের মধ্যে কোনো রকম ঘোষণা ছাড়াই হঠাৎ তালিকাভুক্ত কোম্পানি ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্ট পিএলসির উদ্যোক্তা পরিচালকদের শেয়ার ধারণে পরিবর্তন দেখা দিয়েছে। শেয়ার ক্রয়ের ঘোষণা ছাড়াই কোম্পানির উদ্যোক্তা ও পরিচালকদের শেয়ারের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় সাধারণ বিনিয়োগকারীদের মধ্যে মিশ্রপ্রতিক্রিয়া দেখা দিয়েছে। পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) তালিকাভুক্ত কোম্পানিগুলোর উদ্যোক্তা ও পরিচালকদের শেয়ার ক্রয় বা বিক্রয়ের জন্য পূর্ব ঘোষণা বাধ্যতামূলক করেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এর ওয়েবসাইটে এ বিষয়ে কোন ধরনের সংবাদ পাওয়া যায়নি। একই সঙ্গে ডিএসইর কাছেও মিলেনি এর সদুত্তর।

ইউনিক হোটেলের উদ্যোক্তা ও পরিচালকদের শেয়ার ক্রয়ের ঘোষণা ছাড়াই এক মাসের ব্যবধানে শেয়ার ধারণ বৃদ্ধি পেয়েছে ৬ শতাংশেরও বেশি। শেয়ার ক্রয়-বিক্রয়ের ঘোষণা ছাড়াই কিভাবে তালিকাভুক্ত কোম্পানির শেয়ার ধারণে পরিবর্তন হয় তা নিয়ে সৃষ্টি হয়েছে বিতর্ক। এতে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ পুঁজিবাজার সংশ্লিষ্ট বিভিন্ন মাধ্যমে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। সাধারণ বিনিয়োগকারীরা এটা নিয়ে আতঙ্ক ও উদ্বেগ প্রকাশ করছেন। সাধারণ বিনিয়োগকারীদের মধ্যে কেউ কেউ বলছে কোম্পানির উদ্যোক্তা ও পরিচালকরা সিকিউরিটিজ আইন লঙ্ঘন করেছে। আবার কেউ কেউ মন্তব্য করছে ঘোষণা ছাড়াই কম দামে শেয়ার ক্রয় করে তা আবার বেশি দামে সাধারণ বিনিয়োগকারীদের ধরিয়ে দেওয়ার চক্রান্ত করছে। ফলে বিষয়টি নিয়ে বিনিয়োগকারীদের মধ্যে মিশ্রপ্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। বর্তমানে কোম্পানিটির মোট শেয়ারের ৫২ শতাংশের বেশি উদ্যোক্তা পরিচালকদের নিকট রয়েছে।

এদিকে, সাধারণ বিনিয়োগকারীদের দাবি তাদের বড় ধরনের ঠকানোর পরিকল্পনা করা হচ্ছে। তাদের দাবি, কম দামে ঘোষণা ছাড়াই শেয়ার ক্রয় করে দাম বাড়িয়ে সাধারণ বিনিয়োগকারীদের ধরিয়ে দিয়ে ঠকানোর চক্রান্ত চলছে।

গত এক মাসের মধ্যে ভ্রমণ ও অবকাশ খাতের কোম্পানি ইউনিক হোটেলের শেয়ার ধারণে পরিবর্তন দেখা দিয়েছে। কোম্পানিটিতে উদ্যোক্তা পরিচালকদের অংশের শেয়ার ৬ দশমিক ৪৮ শতাংশ বেড়েছে। অন্যদিকে, প্রাতিষ্ঠানিক ও সাধারণ বিনিয়োগকারীদের শেয়ারের পরিমাণে কমেছে। তবে উদ্যোক্তা পরিচালকদের শেয়ারের পরিমাণ বৃদ্ধির পেছনে কোনো তথ্য নেই দেশের উভয় স্টক এক্সচেঞ্জে। কোনো রকম ঘোষণা ছাড়াই শেয়ার ক্রয়-বিক্রয়ের কর্মকান্ডে উদ্বিগ্ন বিনিয়োগকারীরা।

এবিষয়ে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) জনসংযোগ কর্মকর্তা শফিকুর রহমান অর্থসংবাদকে বলেন, এবিষয়ে কিছু বলতে পারবো না। আমাদের প্রধান নিয়ন্ত্রক কর্মকর্তার (সিআরও) সঙ্গে যোগাযোগ করুন। তিনি বলতে পারবেন। তবে ডিএসইর প্রধান নিয়ন্ত্রক কর্মকর্তা কখনোই গণমাধ্যমের কারো সঙ্গেই কথা বলেন না। ফলে ডিএসইর পক্ষ থেকে এবিষয়ে পরিষ্কার কোন বক্তব্য পাওয়া যায়নি।

এবিষয়ে জানতে চাইলে ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্ট পিএলসির কোম্পানি সচিব মো. শরিফ হাসান অর্থসংবাদকে বলেন, ঘোষণা ছাড়া উদ্যোক্তা ও পরিচালকরা শেয়ার ক্রয় করেনি। পূর্বের একজন পরিচালক নতুন যোগ হয়েছেন। নতুন এই পরিচালকের শেয়ার যোগ হওয়ায় উদ্যোক্তা ও পরিচালকদের শেয়ার ধারণ বৃদ্ধি পেয়েছে। এতে বিনিয়োগকারীদের উদ্বিগ্ন হওয়ার কিছু নেই।

ডিএসই সূত্রে জানা যায়, গত ৩০ নভেম্বর,২০২৪ তারিখে কোম্পানিটিতে উদ্যোক্তা পরিচালকদের শেয়ার ছিলো ৪৫ দশমিক ৯৭ শতাংশ। আর ৩১ ডিসেম্বর,২০২৪ তারিখে তা বেড়ে দাঁড়িয়েছে ৫২ দশমিক ৪৫ শতাংশে। অর্থাৎ এক মাসের ব্যবধানে কোম্পানিটিতে উদ্যোক্তা পরিচালকদের শেয়ার বেড়েছে ৬ দশমিক ৪৮ শতাংশ।

এছাড়া, ৩০ নভেম্বর,২০২৪ তারিখে কোম্পনিটিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের শেয়ার ছিলো ২৯ দশমিক ৩৪ শতাংশ, বিদেশীদের শেয়ার ছিলো ০ দশমিক ২৯ শতংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের শেয়ার ছিলো ২৪ দশমিক ৪০ শতাংশ। আর গত ৩১ ডিসেম্বর,২০২৪ তারিখে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের শেয়ার কমে দাঁড়িয়েছে ২৯ দশমিক ১৫ শতাংশে, বিদেশীদের শেয়ার দাড়িয়েছে ০ দশমিক ২৫ শতংশে এবং সাধারণ বিনিয়োগকারীদের শেয়ার কমে দাঁড়িয়েছে ১৮ দশমিক ১৫ শতাংশে। অর্থাৎ এক মাসের ব্যবধানে কোম্পানিটিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের শেয়ার কমেছে ০ দশমিক ১৯ শতাংশ, বিদেশীদের শেয়ার কমেছে ০ দশমিক ৪ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের শেয়ার সবচেয়ে বেশি কমেছে ৬ দশমিক ২৫ শতাংশ।

মূল্য সংবেদনশীল তথ্য নেই খান ব্রাদার্সের

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের শেয়ারদর অস্বাভাবিকভাবে বাড়ার কারণ জানে না বলে ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) জানিয়েছে কোম্পানিটি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিটির শেয়ারদর অস্বাভাবিকভাবে বাড়ার কারণ জানতে চেয়ে গত ১৩ জানুয়ারি নোটিশ পাঠিয়েছে ডিএসই। এর জবাবে কোম্পানিটি জানায় কোনো অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ার দর বাড়ছে।

গত ০২ জানুয়ারি কোম্পানিটির শেয়ারদর ছিলো ১৩০ টাকা ১০ পয়সায়। আর সোমবার (১৩ জানুয়ারি) বাজার শেষে শেয়ারটির দর বেড়ে ১৮৯ টাকা ৫০ পয়সায় দাড়িয়েছে। অর্থাৎ মাত্র ৭ কার্যদিবসে শেয়ারটির দর বেড়েছে ৫৯ টাকা ৪০ পয়সা।

এই দর বৃদ্ধিকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই।

কর্ণফুলী ইন্স্যুরেন্সের নাম সংশোধনে সম্মতি

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি কর্ণফুলী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের নাম সংশোধনে সম্মতি দিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ পিএলসি (ডিএসই)।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এখন থেকে কোম্পানিটির নাম ‘কর্ণফুলী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড’-এর পরিবর্তে ‘কর্ণফুলী ইন্স্যুরেন্স পিএলসি’ হবে। আগামীকাল মঙ্গলবার (১৪ জানুয়ারি) থেকে কোম্পানিটি কর্ণফুলী ইন্স্যুরেন্স পিএলসি নামে পুঁজিবাজারে লেনদেন করবে।

নাম সংশোধন ছাড়া কোম্পানিটির অন্যান্য বিষয় অপরিবর্তিত থাকবে।

এজিএমের ভেন্যু জানালো কনফিডেন্স সিমেন্ট

পুঁজিবাজারে তালিকাভূক্ত কোম্পানি কনফিডেন্স সিমেন্ট পিএলসির বিশেষ সাধারণ সভার (ইজিএম) ভেন্যু নির্ধারণ করা হয়েছে। কোম্পানিটি উভয় প্ল্যাটফর্মে অর্থাৎ হাইব্রিড ও ডিজিটাল সিস্টেমের মাধ্যমে ইজিএম সম্পন্ন করবে।

চট্রগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিটি রাইটস ইস্যুর সংশোধিত প্রস্তাবের জন্য ৬তম ইজিএম করবে বলে জানা গেছে। এর জন্য হাইব্রিড সিস্টেমের ভেন্যু নির্ধারণ করা হয়েছে সিটি হল কনভেনশন সেন্টার, ১ম তলা, আগ্রাবাদ এক্সেস রোড, চট্টগ্রাম-৪১০০ ঠিকানায়।

নগদ লভ্যাংশ পাঠিয়েছে রেনেটা

পুঁজিবাজারের তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি রেনেটা পিএলসি গত ৩০ জুন,২০২৪ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য ঘোষিত নগদ লভ্যাংশ বিনিয়োগকারীদের কাছে প্রেরণ করেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিটি সমাপ্ত হিসাববছরের নগদ লভ্যাংশ বিইএফটিএন সিস্টেমসের মাধ্যমে বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে।

আলোচ্য বছরে কোম্পানিটি ৯২ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা দিয়েছিলো।

বাংলাদেশ ল্যাম্পসের পর্ষদ সভার তারিখ ঘোষণা

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি বাংলাদেশ ল্যাম্পস লিমিটেড পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে। কোম্পানিটির পর্ষদ সভা আগামী ১৯ জানুয়ারি বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সভায় ৩১ ডিসেম্বর, ২০২৪ তারিখে সমাপ্ত কোম্পানির দ্বিতীয় প্রান্তিকের (অক্টোবর’২৪-ডিসেম্বর’২৪) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ এ প্রতিবেদন অনুমোদন করলে কোম্পানিটি তা প্রকাশ করা হবে।

 

 

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন: