facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ২০ ফেব্রুয়ারি বৃহস্পতিবার, ২০২৫

Walton

পুঁজিবাজারের প্রধান গুরুত্বপূর্ণ ছয় খবর


১৪ ফেব্রুয়ারি ২০২৫ শুক্রবার, ১০:২৭  পিএম

ডেস্ক রিপোর্ট

শেয়ার বিজনেস24.কম


পুঁজিবাজারের প্রধান গুরুত্বপূর্ণ ছয় খবর

প্রায় ১৬ হাজার কোটি টাকা মুলধন বেড়েছে শেয়ারবাজারে

বিদায়ী সপ্তাহে (০৯-১৩ ফেব্রুয়ারি’২৫) ধারাবাহিক উত্থানে দেশের শেয়ারবাজারে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)। আলোচ্য সপ্তাহে প্রায় ১৬ হাজার কোটি টাকার মূলধন বেড়েছে। এর আগের সপ্তাহে (০২-০৬ ফেব্রুয়ারি’২৫) এসেছিল ৯ হাজার কোটি টাকার বেশি মূলধন এসেছিল শেয়ারবাজারে। গত সপ্তাহে ডিএসইর সবগুলো সূচকের উত্থানেও টাকার অংকে লেনদেন কমেছে। সপ্তাহজুড়ে ডিএসইর বাজার মূলধন বেড়েছে ১৫ হাজার ৮০৯ কোটি ৩৮ লাখ ৩০ হাজার টাকা বা ২.৩৫ শতাংশ।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) বিদায়ী সপ্তাহে সব সূচকের মিশ্র প্রবণতায় টাকার অংকে লেনদেন বেড়েছে।

সাপ্তাহিক বাজার পর্যালোচনায় দেখা যায়, সপ্তাহের ব্যবধানে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ২২.৩ পয়েন্ট বা ০.৪৩ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ২০১.৪৮ পয়েন্টে।

অপর সূচকগুলোর মধ্যে- ডিএসই-৩০ সূচক ৬.২১ পয়েন্ট বা ০.৩২ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৯১৯.১১ পয়েন্টে।

ডিএসই শরিয়াহ সূচক ডিএসইএস ৭.৯৩ পয়েন্ট বা ০.৬৯ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ১৫৫.৭৩ পয়েন্টে।


এছাড়া, ডিএসএমইএক্স সূচক ১.২৫ পয়েন্ট বা ০.১২ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৩৭.০৩ পয়েন্টে।

বিদায়ী সপ্তাহে ডিএসইতে মোট ৩৯৮টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে।

এর মধ্যে দর বেড়েছে ১৮৩টি, কমেছে ১৬৬টি এবং অপরিবর্তিত রয়েছে ৪৯টি প্রতিষ্ঠানের।


বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৮৬ কোটি ৭৫ লাখ ৬০ হাজার শেয়ার ৭ লাখ ১ হাজার ৪৯০বার হাতবদল হয়।

টাকার অংকে যার বাজার মূল্য দাঁড়িয়েছে ২ হাজার ১০৭ কোটি ২৩ লাখ ৮০ হাজার টাকা।


আর আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ২ হাজার ১৩২ কোটি ৯৭ লাখ ৪০ হাজার টাকার।

অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে লেনদেন কমেছে ২৫ কোটি ৭৩ লাখ ৬০ হাজার টাকা বা ১.২০ শতাংশ।

বিদায়ী সপ্তাহের প্রথম কার্যদিবস লেনদেন শুরুর আগে ডিএসইতে বাজার মূলধন ছিল ৬ লাখ ৭৩ হাজার ৯৩০ কোটি ৫১ লাখ ৭০ হাজার টাকা।

আর সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে বাজার মূলধন দাঁড়িয়েছে ৬ লাখ ৮৯ হাজার ৯৩৯ কোটি ৯০ লাখ টাকায়।

অর্থাৎ সপ্তাহের ব্যবধানে বাজার মূলধন বেড়েছে ১৫ হাজার ৮০৯ কোটি ৩৮ লাখ ৩০ হাজার টাকা বা ২.৩৫ শতাংশ।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বিদায়ী সপ্তাহে সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১৭.২৩ পয়েন্ট বা ০.১১ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ৫২৯.৪৭ পয়েন্টে।

সিএসইর অপর সূচক সিএসসিএক্স ১.১৬ পয়েন্ট বা ০.০১ শতাংশ কমে দাঁড়িয়েছে ৮ হাজার ৮০১.৮৪ পয়েন্টে।

অপর ২টি সূচকের মধ্যে সিএসই-৫০ সূচক ০.৩১ পয়েন্ট বা ০.০৩ শতাংশ কমে এবং সিএসআই সূচক ৪.০৩ পয়েন্ট বা ০.৪৩ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে- এক হাজার ১০৭.০৩ পয়েন্টে এবং ৯৪২.৯৮ পয়েন্টে।

এছাড়া, সিএসই-৩০ সূচক ১৫.৭৬ পয়েন্ট বা ০.১৩ শতাংশ কমে দাঁড়িয়েছে ১১ হাজার ৯৬৫.৭৬ পয়েন্টে।

সপ্তাহজুড়ে সিএসইতে ৩০৬টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেনে অংশ নিয়েছে।

এর মধ্যে দর বেড়েছে ১৪৪টি, কমেছে ১৩১টি এবং অপরিবর্তিত রয়েছে ৩১টির।

সপ্তাহটিতে টাকার পরিমাণে লেনদেন হয়েছে ২৯ কোটি ১৮ লাখ ৪৪ হাজার ৪৭১ টাকার।

আর আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ২৭ কোটি ২১ লাখ ৫৬ হাজার ৭৮৫ টাকার।

অর্থাৎ সপ্তাহের ব্যবধানে সিএসইতে লেনদেন কমেছে ১ কোটি ৯৬ লাখ ৮৭ হাজার ৬৮৫ টাকা বা ৭.২৩ শতাংশ।

১৩ খাতে মুনাফায় বিনিয়োগকারীরা

বিদায়ী সপ্তাহে (০৯-১৩ ফেব্রুয়ারি’২৫) শেয়ারবাজারের ১৩ খাত থেকে মুনাফা পেয়েছে বিনিয়োগকারীরা। কারণ আলোচ্য সপ্তাহে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক রিটার্নে দর বেড়েছে ১৩ খাতে। এর ফলে এই ১৩ খাতের মুনাফা হয়েছে বিনিয়োগকারীদের। একই সময়ে সাপ্তাহিক রিটার্নে দর কমেছে ৬ খাতে। এর ফলে এই৬ খাতে বিনিয়োগকারীদের লোকসান হয়েছে। আলোচ্য সময়ে একটি খাতের দর অপরিবর্তিত রয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, আলোচ্য সপ্তাহে সবচেয়ে বেশি মুনাফা হয়েছে সিরামিকস খাতে। এই খাতে বিদায়ী সপ্তাহে দর বেড়েছে ৬.৭০ শতাংশ। ৫.০০ শতাংশ দর বেড়ে সাপ্তাহিক রিটার্ন তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে কাগজ ও প্রকাশনা খাত। একই সময়ে ২.৩০ শতাংশ দর বেড়ে তালিকার তৃতীয় স্থানে অবস্থান বিদ্যুৎ ও জ্বালানি খাত।

সাপ্তাহিক রিটার্নে অন্য ১০ খাতের মধ্যে- বস্ত্র খাতে ১.৭০ শতাংশ, টেলিকমিউনিকেশন খাতে ১.০০ শতাংশ, ওষুধ ও রসায়ন খাতে ০.৭০ শতাংশ, পাট খাতে ০.৬০ শতাংশ, তথ্য প্রযুক্তি খাতে ০.৫০ শতাংশ, ট্যানারি খাতে ০.৫০ শতাংশ, ভ্রমণ ও অবকাশ খাতে ০.৫০ শতাংশ, সিমেন্ট খাতে ০.৪০ শতাংশ, প্রকৌশল খাতে ০.৪০ শতাংশ এবং খাদ্য আনুষঙ্গিক খাতে ০.১০ শতাংশ দর বেড়েছে।

ডিএসইর পিই রেশিও বেড়েছে

বিদায়ী সপ্তাহে (০৯-১৩ ফেব্রুয়ারি’২৫) ডিএসইর (ঢাকা স্টক এক্সচেঞ্জ) পিই রেশিও (সার্বিক মূল্য আয় অনুপাত) বেড়েছে। আগের সপ্তাহের তুলনায় গত সপ্তাহে ডিএসইর পিই রেশেও বেড়েছে ০.০৩ পয়েন্ট বা ০.৩০ শতাংশ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, আলোচ্য সপ্তাহে ডিএসইর পিই রেশিও ৯.৭৫ পয়েন্টে অবস্থান করছে। আগের সপ্তাহে ডিএসইর পিই রেশিও ছিল ৯.৭২ পয়েন্ট।

খাতভিত্তিক হিসাবে পিই রেশিও বিশ্লেষণে দেখা যায়, ব্যাংক খাতে ৬.৭ পয়েন্ট, সিমেন্ট খাতে ১৩.২ পয়েন্ট, সিরামিকস খাতে ৩১৩ পয়েন্ট, প্রকৌশল খাতে ১৮.৪ পয়েন্ট, আর্থিক খাতে ২৭.২ পয়েন্ট, খাদ্য খাতে ১৪ পয়েন্ট, বিদ্যুৎ ও জ্বালানি খাতে ৬.২ পয়েন্ট, সাধারণ বিমা খাতে ১২.৩ পয়েন্ট, আইটি খাতে ১৮.৮ পয়েন্ট, পাট খাতে ৩৬.২ পয়েন্ট, বিবিধ খাতে ৩১.৯ পয়েন্ট, মিউচ্যুয়াল ফান্ড খাতে ৭.০০ পয়েন্ট, কাগজ খাতে ৩৬.৯ পয়েন্ট, ওষুধ খাতে ১১.০ পয়েন্ট, সেবা-আবাসন খাতে ১০.১ পয়েন্ট, ট্যানারি খাতে ৪২.৬ পয়েন্ট, ভ্রমণ ও অবকাশ খাতে ৩২.২ পয়েন্ট, টেলিকমিউনিকেশন খাতে ১৪.৬ পয়েন্ট ও বস্ত্র খাতে ১৩.৭ পয়েন্টে অবস্থান করছে।

আগের সপ্তাহে (০২-০৬ ফেব্রুয়ারি’২৫) খাত ভিত্তিক পিই রেশিও ছিল- ব্যাংক খাতে ৬.৭ পয়েন্ট, সিমেন্ট খাতে ১৩.১ পয়েন্ট, সিরামিকস খাতে ৩৬৮.৪ পয়েন্ট, প্রকৌশল খাতে ১৮.৪ পয়েন্ট, আর্থিক খাতে ২৭.৬ পয়েন্ট, খাদ্য খাতে ১৩.৯ পয়েন্ট, বিদ্যুৎ ও জ্বালানি খাতে ৬.১ পয়েন্ট, সাধারণ বিমা খাতে ১২.৬ পয়েন্ট, আইটি খাতে ১৮.৭ পয়েন্ট, পাট খাতে ৩৫.৯ পয়েন্ট, বিবিধ খাতে ৩১.৯ পয়েন্ট, মিউচ্যুয়াল ফান্ড খাতে ৭.১ পয়েন্ট, কাগজ খাতে ৪৬.৮ পয়েন্ট, ওষুধ খাতে ১১.০ পয়েন্ট, সেবা-আবাসন খাতে ১০.২ পয়েন্ট, ট্যানারি খাতে ৪২.৪ পয়েন্ট, ভ্রমণ ও অবকাশ খাতে ৩২.১ পয়েন্ট, টেলিকমিউনিকেশন খাতে ১৪.৪ পয়েন্ট ও বস্ত্র খাতে ১৩.৪ পয়েন্ট।

লেনদেনের শীর্ষে রবি আজিয়েটা

বিদায়ী সপ্তাহে (০৯-১৩ ফেব্রুয়ারি’২৫) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাপ্তাহিক লেনদেনে শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আলোচ্য সপ্তাহে লেনদেন তালিকার শীর্ষস্থান দখল করেছে রবি আজিয়েটা।

সপ্তাহজুড়ে কোম্পানিটির ৫৩ কোটি ৬৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর লেনদেনের ২.৫৫ শতাংশ।

সপ্তাহজুড়ে কোম্পানিটির প্রতিদিন গড় লেনদেন হয়েছে ১০ কোটি ৭৩ লাখ ৮০ হাজার টাকার। বিদায়ী সপ্তাহে কোম্পানিটির সর্বশেষ দর ছিল ২৯ টাকা ৬০ পয়সায়।

লেনদেনের দ্বিতীয় স্থানে রয়েছে মিডল্যান্ড ব্যাংকের। সপ্তাহজুড়ে কোম্পানিটির ৪৪ কোটি ৫ লাখ ৫০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর লেনদেনের ২.০৯ শতাংশ।

সপ্তাহজুড়ে কোম্পানিটির প্রতিদিন গড় লেনদেন হয়েছে ৮ কোটি ৮১ লাখ ১০ হাজার টাকার। বিদায়ী সপ্তাহে কোম্পানিটির সর্বশেষ দর ছিল ২৯ টাকা ৬০ পয়সায়।

সাপ্তাহিক লেনদেন তালিকার তৃতীয় স্থানে রয়েছে- ওরিয়ন ইনফিউশন। সপ্তাহজুড়ে কোম্পানিটির ৪২ কোটি ২০ লাখ ৫০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর লেনদেনের ২.০০ শতাংশ।

সপ্তাহজুড়ে কোম্পানিটির প্রতিদিন গড় লেনদেন হয়েছে ৮ কোটি ৪৪ লাখ ১০ হাজার টাকার। বিদায়ী সপ্তাহে কোম্পানিটির সর্বশেষ দর ছিল ৩৭১ টাকা ২০ পয়সায়।

এছাড়া, সাপ্তাহিক লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- খান ব্রাদার্সের ৩৯ কোটি ১৫ লাখ টাকা, লাভেলো আইস্ক্রিমের ৩৭ কোটি ৮০ লাখ ৫০ হাজার টাকা, আলহাজ টেক্সটাইলের ৩৬ কোটি ৩৯ লাখ টাকা, বিএসসির ৩৪ কোটি ৫০ লাখ টাকা, এসিআই লিমিটেডের ৩১ কোটি ৩৪ লাখ ৫০ হাজার টাকা, সিটি ব্যাংকের ২৯ কোটি ৮৮ লাখ ৫০ হাজার টাকা এবং খুলনা প্রিন্টিংয়ের ২৭ কোটি ১২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

দর পতনের শীর্ষে আইসিবি সোনালী ওয়ান

বিদায়ী সপ্তাহে (০৯-১৩ ফেব্রুয়ারি’২৫) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাপ্তাহিক দর পতনের শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ করা হয়েছে। ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এই তথ্য জানা গেছে।

আলোচ্য সপ্তাহে সবচেয়ে বেশি দর কমেছে আইসিবি সোনালী ওয়ানের। সপ্তাহজুড়ে প্রতিষ্ঠানটির দর কমেছে ১৩.৭০ শতাংশ।

আগের সপ্তাহের শেষ কার্যদিবসে কোম্পানিটির দর ছিল ৭ টাকা ৩০ পয়সা। গত সপ্তাহের শেষ কার্যদিবসে যার পরিমাণ দাঁড়িয়েছে ৬ টাকা ৩০ পয়সা। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির দর কমেছে ১ টাকা।

সাপ্তাহিক দরপতন বা লুজার তালিকায় দ্বিতীয় স্থানে থাকা হামি ইন্ডাস্ট্রিজের শেয়ার দর কমেছে ৯.০১ শতাংশ।

আগের সপ্তাহের শেষ কার্যদিবসে কোম্পানিটির দর ছিল ১১৮ টাকা ৭০ পয়সা। গত সপ্তাহের শেস কার্যদিবসে যার পরিমাণ দাঁড়িয়েছে ১০৮ টাকায়। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির দর কমেছে ১০ টাকা ৭০ পয়সা।

৭.৮৩ শতাংশ দর কমে সাপ্তাহিক লুজার তালিকার তৃতীয় স্থানে রয়েছে এক্সপ্রেস ইন্স্যুরেন্সের।

আগের সপ্তাহের শেষ কার্যদিবসে কোম্পানিটির দর ছিল ৫১ টাকা ১০ পয়সা। গত সপ্তাহের শেস কার্যদিবসে যার পরিমাণ দাঁড়িয়েছে ৪৭ টাকা ১০ পয়সায়। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির দর কমেছে ৪ টাকা।

সাপ্তাহিক দর পতনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- এসএস স্টিলের ৭.৪৫ শতাংশ, ক্রিস্টাল ইন্স্যুরেন্সের ৭.১৩ শতাংশ, খুলনা প্রিন্টিংয়ের ৭.০৯ শতাংশ, আলিফ ইন্ডাস্ট্রিজের ৭.০৬ শতাংশ, মিথুন নিটিংয়ের ৬.৮৩ শতাংশ, আলিফ ইন্ডাস্ট্রিজের ৬.৭৬ শতাংশ এবং পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের ৬.৪৬ শতাংশ দর কমেছে।

দর বৃদ্ধির শীর্ষে নিউলাইন ক্লোথিংস

বিদায়ী সপ্তাহে (০৯-১৩ ফেব্রুয়ারি’২৫) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ করা হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

আলোচ্য সপ্তাহে সবচেয়ে বেশি দর বেড়েছে নিউলাইন ক্লোথিংসের। সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ২৮.৭২ শতাংশ।

আগের সপ্তাহের শেষ কার্যদিবসে কোম্পানিটির দর ছিল ৯ টাকা ৪০ পয়সা।

গত সপ্তাহের শেষ কার্যদিবসে যার পরিমাণ দাঁড়িয়েছে ১২ টাকা ১০ পয়সা। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির দর বেড়েছে ২ টাকা ৭০ পয়সা।

ডিএসইর গেইনার তালিকার দ্বিতীয় স্থানে থাকা আলহাজ টেক্সটাইলের শেয়ার দর বেড়েছে ২৩.৯০ শতাংশ।

আগের সপ্তাহের শেষ কার্যদিবসে কোম্পানিটির দর ছিল ১১৮ টাকা ৪০ পয়সা। গত সপ্তাহের শেষ কার্যদিবসে যার পরিমাণ দাঁড়িয়েছে ১৪৬ টাকা ৭০ পয়সা। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির দর বেড়েছে ২৮ টাকা ৩০ পয়সা।

২৩.৬৮ শতাংশ দর বেড়ে সাপ্তাহিক গেইনার তালিকার তৃতীয় স্থানে অবস্থান করছে এপোলো ইস্পাত।

আগের সপ্তাহের শেষ কার্যদিবসে প্রতিষ্ঠানটির দর ছিল ৩ টাকা ৮০ পয়সা। গত সপ্তাহের শেষ কার্যদিবসে যার পরিমাণ দাঁড়িয়েছে ৪ টাকা ৭০ পয়সায়। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির দর বেড়েছে ৯০ পয়সা।

সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে- তসরিফা ইন্ডাস্ট্রিজের ২৩.২৪ শতাংশ, নূরানী ডাইংয়ের ২৩.০৮ শতাংশ, সোনালী পেপারের ১৬.৫৯ শতাংশ, রিংশাইনের ১৫.০০ শতাংশ, পাওয়ার গ্রিডের ১৪.৬৯ শতাংশ, সিলভা ফার্মার ১৩.১৩ শতাংশ এবং রেনউইক যজ্ঞেশ্বরের ১২.৮৪ শতাংশ দর বেড়েছে।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন: