২২ মার্চ ২০২৫ শনিবার, ০১:০৯ পিএম
ডেস্ক রিপোর্ট
শেয়ার বিজনেস24.কম
![]() |
লেনদেন বাড়লেও ডিএসইর বাজার মূলধন কমলো ৫ হাজার কোটি টাকা
বিদায়ী সপ্তাহে টাকার অংকে লেনদেন বাড়লেও দেশের শেয়ারবাজার থেকে প্রায় ৫ হাজার কোটি টাকা গায়েব হয়েছে। এর আগের সপ্তাহেও সাড়ে ৬ হাজার কোটি টাকার গায়েব হয়েছিল। অর্থাৎ গত সপ্তাহের ২ সপ্তাহে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা এক্সচেঞ্জের (ডিএসই) থেকে মোট প্রায় ১১ কোটি টাকা গায়েব হয়েছে বা বাজার মূলধন কমেছে। আলোচ্য সপ্তাহে ডিএসইর সব সূচকের পতনেও টাকার অংকে লেনদেন বেড়েছে। তবে লেনদেনে অংশ নেয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর কমেছে।
অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) বিদায়ী সপ্তাহে সূচকের পাশাপাশি উল্লেখযোগ্য হারে টাকার অংকে লেনদেন কমেছে।
সাপ্তাহিক বাজার পর্যালোচনায় দেখা যায়, সপ্তাহের ব্যবধানে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ২৩.৯১ পয়েন্ট বা ০.৪৬ শতাংশ কমে দাঁড়িয়েছে ৫ হাজার ২০১.৭০ পয়েন্টে।
অপর সূচকগুলোর মধ্যে- ডিএসই-৩০ সূচক ১৩.৬৮ পয়েন্ট বা ০.৭২ শতাংশ কমে দাঁড়িয়েছে এক হাজার ৮৮৭.৮৮ পয়েন্টে।
ডিএসই শরিয়াহ সূচক ডিএসইএস ৭.২৬ পয়েন্ট বা ০.৬২ শতাংশ কমে দাঁড়িয়েছে এক হাজার ১৫৮.০২ পয়েন্টে।
এছাড়া, ডিএসএমইএক্স সূচক ১৬.৩৮ পয়েন্ট বা ১.৬৩ শতাংশ কমে দাঁড়িয়েছে ৯৮৮.৬৭ পয়েন্টে।
বিদায়ী সপ্তাহে ডিএসইতে মোট ৩৯৪টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে।
এর মধ্যে দর বেড়েছে ১৪৯টি, কমেছে ২০৭টি এবং অপরিবর্তিত রয়েছে ৩৮টি প্রতিষ্ঠানের।
বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ১০০ কোটি ৪২ লাখ ৩০ হাজার শেয়ার ৭ লাখ ৩৬ হাজার ৫৫২বার হাতবদল হয়।
টাকার অংকে যার বাজার মূল্য দাঁড়িয়েছে ২ হাজার ৩৮৪ কোটি ৩৪ লাখ টাকা।
আর আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ১ হাজার ৯৫৪ কোটি ৬৮ লাখ ১০ হাজার টাকার।
অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে লেনদেন বেড়েছে ৪২৯ কোটি ৬৫ লাখ ৯০ হাজার টাকা বা ২১.৯৮ শতাংশ।
বিদায়ী সপ্তাহের প্রথম কার্যদিবস লেনদেন শুরুর আগে ডিএসইতে বাজার মূলধন ছিল ৬ লাখ ৭৫ হাজার ৫৭০ কোটি ৬৪ লাখ ১০ হাজার টাকা।
আর সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে বাজার মূলধন দাঁড়িয়েছে ৬ লাখ ৭১ হাজার ৫১৭ কোটি ৮১ লাখ ৫০ হাজার টাকায়।
অর্থাৎ সপ্তাহের ব্যবধানে বাজার মূলধন কমেছে ৪ হাজার ৮২ কোটি ৮২ লাখ ৬০ হাজার টাকা বা ০.৬০ শতাংশ।
অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বিদায়ী সপ্তাহে সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১৬.৮২ পয়েন্ট বা ০.১১ শতাংশ কমে দাঁড়িয়েছে ১৪ হাজার ৫৫৯.৪৫ পয়েন্টে।
সিএসইর অপর সূচক সিএসসিএক্স ০.৩৫ পয়েন্ট বা অপরিবর্তিত রয়েছে ৮ হাজার ৮৫০.৯৪ পয়েন্টে।
অপর ২টি সূচকের মধ্যে সিএসই-৫০ সূচক ২.৬৩ পয়েন্ট বা ০.২৪ শতাংশ এবং সিএসআই সূচক ৪.৭৪ পয়েন্ট বা ০.৫০ শতাংশ কমে দাঁড়িয়েছে যথাক্রমে- এক হাজার ১০৯.১৮ পয়েন্টে এবং ৯৪১.২২ পয়েন্টে।
এছাড়া, সিএসই-৩০ সূচক ৭.৫১ পয়েন্ট বা ০.০৬ শতাংশ কমে দাঁড়িয়েছে ১১ হাজার ৯৩০.৯১ পয়েন্টে।
সপ্তাহজুড়ে সিএসইতে ৩০২টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেনে অংশ নিয়েছে।
এর মধ্যে দর বেড়েছে ১৫৪টি, কমেছে ১২৪টি এবং অপরিবর্তিত রয়েছে ২৪টির।
সপ্তাহটিতে টাকার পরিমাণে লেনদেন হয়েছে ২৮ কোটি ৬২ হাজার ৪৯৯ টাকার।
আর আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ৩৩ কোটি ৯৯ লাখ ২৪ হাজার ৮৬৭ টাকার।
অর্থাৎ সপ্তাহের ব্যবধানে সিএসইতে লেনদেন কমেছে ৫ কোটি ৯৮ লাখ ৬২ হাজার ৩৬৮ টাকা বা ১৭.৬১ শতাংশ।
৭ খাতে মুনাফা
শেয়ারবাজারের ৭ খাত থেকে বিদায়ী সপ্তাহে মুনাফা পেয়েছে বিনিয়োগকারীরা। কারণ আলোচ্য সপ্তাহে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক রিটার্নে দর বেড়েছে ৭ খাতে। এর ফলে এই ৭ খাতের মুনাফা হয়েছে বিনিয়োগকারীদের। একই সময়ে সাপ্তাহিক রিটার্নে দর কমেছে ১২ খাতে। এর ফলে এই ১২ খাতে বিনিয়োগকারীদের লোকসান হয়েছে। আলোচ্য সপ্তাহে দর অপরিবর্তিত রয়েছে একটি খাতে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, আলোচ্য সপ্তাহে সবচেয়ে বেশি মুনাফা হয়েছে মিউচ্যুয়াল ফান্ড খাতে। এই খাতে বিদায়ী সপ্তাহে দর বেড়েছে ৫.১০ শতাংশ। ৪.৬০ শতাংশ দর বেড়ে সাপ্তাহিক রিটার্ন তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে সিরামিক খাত। একই সময়ে ২.৪০ শতাংশ দর বেড়ে তালিকার তৃতীয় স্থানে অবস্থান সেবা ও আবাসন খাত।
সাপ্তাহিক রিটার্নে অন্য ১৪ খাতের মধ্যে- আর্থিক খাতে ১.০০ শতাংশ, কাগজ ও প্রকাশনা খাতে ১.০০ শতাংশ, প্রকৌশল খাতে ০.৫০ শতাংশ এবং ওষুধ ও রসায়ন খাতে ০.৩০ শতাংশ দর বেড়েছে।
রিটার্নে ১২ খাতে লোকসান
বিদায়ী সপ্তাহে সাপ্তাহিক রিটার্নে দর কমেছে ১২ খাতে। এর ফলে এই ১২ খাতের বিনিয়োগকারীরা লোকসানে রয়েছে। একই সময়ে সাপ্তাহিক রিটার্নে দর বেড়েছে ৭ খাতে। এছাড়া আলোচ্য সময়ে দর অপরিবর্তিত রয়েছে একটি খাতে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, আলোচ্য সপ্তাহে সবচেয়ে বেশি দর কমেছে সিমেন্ট খাতে। বিদায়ী সপ্তাহে এই খাতে দর কমেছে ২.৩০ শতাংশ। ২.২০ শতাংশ দর কমে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে পাট খাত। একই সময়ে ১.৯০ শতাংশ দর কমে তালিকার তৃতীয় স্থানে অবস্থান করছে টেলিকমিউনিকেশন খাত।
লোকসান হওয়া অন্য খাতের মধ্যে- ট্যানারি খাতে ১.৮০ শতাংশ, খাদ্য ও আনুষঙ্গিক খাতে ০.০১ শতাংশ, জেনারেল ইন্স্যুরেন্স খাতে ১.১০ শতাংশ, বস্ত্র খাতে ০.৫০ শতাংশ, ভ্রমণ ও অবকাশ খাতে ০.৪০ শতাংশ, লাইফ ইন্স্যুরেন্স খাতে ০.৩০ শতাংশ, তথ্য প্রযুক্তি খাতে ০.২০ শতাংশ, বিবিধ খাতে ০.১০ শতাংশ এবং ব্যাংক খাতে ০.০১ শতাংশ দর কমেছে।
ডিএসইর পিই রেশিও বেড়েছে
বিদায়ী সপ্তাহে (১৬-২০ মার্চ’২৫) ডিএসইর (ঢাকা স্টক এক্সচেঞ্জ) পিই রেশিও (সার্বিক মূল্য আয় অনুপাত) বেড়েছে। আগের সপ্তাহের তুলনায় গত সপ্তাহে ডিএসইর পিই রেশেও বেড়েছে ০.০৯ পয়েন্ট বা ০.৯৩ শতাংশ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, আলোচ্য সপ্তাহে ডিএসইর পিই রেশিও ৯.৬৮ পয়েন্টে অবস্থান করছে। আগের সপ্তাহে ডিএসইর পিই রেশিও ছিল ৯.৫৯ পয়েন্ট।
খাতভিত্তিক হিসাবে পিই রেশিও বিশ্লেষণে দেখা যায় বিদায়ী সপ্তাহে- ব্যাংক খাতে ৬.৬ পয়েন্ট, সিমেন্ট খাতে ১৪.১ পয়েন্ট, সিরামিকস খাতে ৪১৯.৮ পয়েন্ট, প্রকৌশল খাতে ১৮.১ পয়েন্ট, আর্থিক খাতে ২৬.১ পয়েন্ট, খাদ্য খাতে ১৩.৪ পয়েন্ট, বিদ্যুৎ ও জ্বালানি খাতে ৬.২ পয়েন্ট, সাধারণ বিমা খাতে ১২.৩ পয়েন্ট, আইটি খাতে ১৮.৪ পয়েন্ট, পাট খাতে ৩৬.১ পয়েন্ট, বিবিধ খাতে ৩৫.২ পয়েন্ট, মিউচ্যুয়াল ফান্ড খাতে ২৪.৫ পয়েন্ট, কাগজ খাতে ৪১.৯ পয়েন্ট, ওষুধ খাতে ১১.১ পয়েন্ট, সেবা-আবাসন খাতে ১০.০ পয়েন্ট, ট্যানারি খাতে ৪৩.৩ পয়েন্ট, ভ্রমণ ও অবকাশ খাতে ৩২.৭ পয়েন্ট, টেলিকমিউনিকেশন খাতে ১৩.২ পয়েন্ট ও বস্ত্র খাতে ১৩.৫ পয়েন্টে অবস্থান করছে।
আগের সপ্তাহে (০৯-১৩ মার্চ’২৫) খাত ভিত্তিক পিই রেশিও ছিল- ব্যাংক খাতে ৬.৭ পয়েন্ট, সিমেন্ট খাতে ১৩.১ পয়েন্ট, সিরামিকস খাতে ৩৯২ পয়েন্ট, প্রকৌশল খাতে ১৮.১ পয়েন্ট, আর্থিক খাতে ২৬.৭ পয়েন্ট, খাদ্য খাতে ১৩.৫ পয়েন্ট, বিদ্যুৎ ও জ্বালানি খাতে ৬.০ পয়েন্ট, সাধারণ বিমা খাতে ১২.১ পয়েন্ট, আইটি খাতে ১৮.৭ পয়েন্ট, পাট খাতে ৩৬.৪ পয়েন্ট, বিবিধ খাতে ৩৫.২ পয়েন্ট, মিউচ্যুয়াল ফান্ড খাতে ২২.৯ পয়েন্ট, কাগজ খাতে ৪০.৯ পয়েন্ট, ওষুধ খাতে ১১.১ পয়েন্ট, সেবা-আবাসন খাতে ১০.০ পয়েন্ট, ট্যানারি খাতে ৪৩.২ পয়েন্ট, ভ্রমণ ও অবকাশ খাতে ৩৩.২ পয়েন্ট, টেলিকমিউনিকেশন খাতে ১৩.৫ পয়েন্ট ও বস্ত্র খাতে ১৩.৫ পয়েন্ট।
ব্লক মার্কেটে ১০ কোম্পানির ৮২ কোটি টাকার বেশি লেনদেন
বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে সর্বোচ্চ লেনদেন হয়েছে ১০ কোম্পানির।
কোম্পানিগুলো হলো- ম্যারিকো, এক্সপ্রেস ইন্স্যুরেন্স, ব্যাংক এশিয়া বিচ হ্যাচারি, উত্তরা ব্যাংক, আলহাজ টেক্সটাইল, ফাইন ফুডস, বিকন ফার্মা এবং স্কয়ার ফার্মা।
আলোচ্য সপ্তাহে ডিএসইতে ব্লক মার্কেটে এই ১০ কোম্পানির মোট ৮৬ কোটি ৬১ লাখ ৩০ হাজার টাকা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, কোম্পানিগুলোর মধ্যে ম্যারিকোর সবচেয়ে বেশি টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহজুড়ে ব্লক মার্কেটে কোম্পানিটির ১৯ কোটি ৯৫ লাখ ৪০ হাজার টাকা। বিদায়ী সপ্তাহে কোম্পানিটির সর্বশেষ দর ছিল ২ হাজার ৩৮২ টাকা ৬০ পয়সা।
দ্বিতীয় সর্বোচ্চ এক্সপ্রেস ইন্স্যুরেন্সের ১৬ কোটি ৯৭ লাখ ২০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। বিদায়ী সপ্তাহে কোম্পানিটির সর্বশেষ দর ছিল ৫১ টাকা ৭০ পয়সা।
তৃতীয় সর্বোচ্চ ব্যাংক এশিয়ার ১০ কোটি ৭৮ লাখ ৬০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। বিদায়ী সপ্তাহে কোম্পানিটির সর্বশেষ দর ছিল ১৬ টাকা ৯০ পয়সা।
সপ্তাহজুড়ে ব্লক মার্কেটে লেনদেন হওয়া অন্য ৭টি কোম্পানির মধ্যে- বিচ হ্যাচারির ১০ কোটি ১২ লাখ ৭০ হাজার টাকা, উত্তরা ব্যাংকের ৯ কোটি ৭৬ লাখ টাকা, খান ব্রাদার্সের ৬ কোটি ৯৩ লাখ ২০ হাজার টাকা, আলহাজ টেক্সটাইলের ৪ কোটি ১৭ লাখ ৯০ হাজার টাকা, ফাইন ফুডসের ৩ কোটি ৫০ লাখ ৩০ হাজার টাকা, বিকন ফার্মার ২ কোটি ২০ লাখ টাকা এবং স্কয়ার ফার্মার ২ কোটি ২০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
লেনদেনের শীর্ষে শাইনপুকুর সিরামিকস
বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাপ্তাহিক লেনদেনে শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
আলোচ্য সপ্তাহে লেনদেন তালিকার শীর্ষস্থান দখল করেছে শাইনপুকুর সিরামিকসের।
সপ্তাহজুড়ে কোম্পানিটির ৮০ কোটি ৯৬ লাখ ৫০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর লেনদেনের ৩.৪০ শতাংশ।
সপ্তাহজুড়ে কোম্পানিটির প্রতিদিন গড় লেনদেন হয়েছে ১৬ কোটি ১৯ লাখ ৫০ হাজার টাকার। বিদায়ী সপ্তাহে কোম্পানিটির সর্বশেষ দর ছিল ২৫ টাকা ২০ পয়সায়।
লেনদেনের দ্বিতীয় স্থানে রয়েছে স্কয়ার ফার্মা। সপ্তাহজুড়ে কোম্পানিটির ৭২ কোটি ৫১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর লেনদেনের ৩.০৪ শতাংশ।
সপ্তাহজুড়ে কোম্পানিটির প্রতিদিন গড় লেনদেন হয়েছে ১৪ কোটি ৫০ লাখ ২০ হাজার টাকার। বিদায়ী সপ্তাহে কোম্পানিটির সর্বশেষ দর ছিল ২২০ টাকা ১০ পয়সায়।
সাপ্তাহিক লেনদেন তালিকার তৃতীয় স্থানে রয়েছে- ওরিয়ন ইনফিউশন। সপ্তাহজুড়ে কোম্পানিটির ৫৬ কোটি ৮ লাখ ৫০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর লেনদেনের ২.৩৫ শতাংশ।
সপ্তাহজুড়ে কোম্পানিটির প্রতিদিন গড় লেনদেন হয়েছে ১১ কোটি ২১ লাখ ৭০ হাজার টাকার। বিদায়ী সপ্তাহে কোম্পানিটির সর্বশেষ দর ছিল ৩৯০ টাকা ৭০ পয়সায়।
এছাড়া সাপ্তাহিক লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- ইন্ট্রাকো রিফুয়েলিংয়ের ৫৫ কোটি ৬৯ লাখ টাকা, আলিফ ইন্ডাস্ট্রিজের ৫৩ কোটি ১ লাখ ৫০ হাজার টাকা, উত্তরা ব্যাংকের ৪৮ কোটি ৭০ লাখ টাকা, ফু-ওয়াং ফুডের ৪৮ কোটি ৪৯ লাখ ৫০ হাজার টাকা, বিডি থাই অ্যালুমিনিয়ামের ৪৩ কোটি ১১ লাখ টাকা, বিচ হ্যাচারির ৪২ কোটি ১৬ লাখ ৫০ হাজার টাকা এবং লাভেলো আইস্ক্রিমের ৩৯ কোটি ৫০ লাখ ৫০ হাজার লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
দর পতনের শীর্ষে আলিফ ইন্ডাস্ট্রিজ
বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাপ্তাহিক দর পতনের শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ করা হয়েছে। ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এই তথ্য জানা গেছে।
আলোচ্য সপ্তাহে সবচেয়ে বেশি দর কমেছে আলিফ ইন্ডাস্ট্রিজের। সপ্তাহজুড়ে প্রতিষ্ঠানটির দর কমেছে ১৩.৫৭ শতাংশ।
আগের সপ্তাহের শেষ কার্যদিবসে কোম্পানিটির দর ছিল ৬৫ টাকা ৬০ পয়সা। গত সপ্তাহের শেষ কার্যদিবসে যার পরিমাণ দাঁড়িয়েছে ৫৬ টাকা ৭০ পয়সা। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির দর কমেছে ৮ টাকা ৯০ পয়সা।
সাপ্তাহিক দরপতন বা লুজার তালিকায় দ্বিতীয় স্থানে থাকা লিন্ডে বিডির শেয়ার দর কমেছে ৯.৭৮ শতাংশ।
আগের সপ্তাহের শেষ কার্যদিবসে কোম্পানিটির দর ছিল ৯৩৯ টাকা ৭০ পয়সায়। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির দর কমেছে ৪১ টাকা ৯০ পয়সা।
৯.০৯ শতাংশ দর কমে সাপ্তাহিক লুজার তালিকার তৃতীয় স্থানে রয়েছে ন্যাশনাল ব্যাংক।
আগের সপ্তাহের শেষ কার্যদিবসে কোম্পানিটির দর ছিল ৪ টাকা ৪০ পয়সা। গত সপ্তাহের শেস কার্যদিবসে যার পরিমাণ দাঁড়িয়েছে ৪ টাকা। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির দর কমেছে ৪০ পয়সা।
সাপ্তাহিক দর পতনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- জিলবাংলা সুগারের ৮.৯৯ শতাংশ, রবি আজিয়েটার৭.৪৭ শতাংশ, দুলামিয়া কটনের ৬.৪২ শতাংশ, ওরিয়ন ইনফিউশনের ৬.২২ শতাংশ, সোনারগাঁও টেক্সটাইলের ৬.২১ শতাংশ, খান ব্রাদার্সের ৫.৮২ শতাংশ এবং এইচআর টেক্সটাইলের ৫.৭৫ শতাংশ দর কমেছে।
শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।