facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ০৬ জানুয়ারি সোমবার, ২০২৫

Walton

04-01-2025

পুঁজিবাজারের প্রধান ৭ খবর


০৪ জানুয়ারি ২০২৫ শনিবার, ১০:৫৬  এএম

ডেস্ক রিপোর্ট

শেয়ার বিজনেস24.কম


পুঁজিবাজারের প্রধান ৭ খবর

লেনদেন কমলেও পৌনে ৩ হাজার কোটি টাকা ফিরেছে শেয়ারবাজারে

বিদায়ী সপ্তাহে (২৯ ডিসেম্বর’২৪-০২ জানুয়ারি’২৫) দেশের শেয়ারবাজারে ফিরেছে পৌনে ৩ হাজার কোটি টাকার। আলোচ্য সপ্তাহ দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানেও টাকার লেনদেন কমেছে। বিদায়ী সপ্তাহে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) বাজার মূলধন মূলধন বেড়েছে ২ হাজার ৭৯০ কোটি ৪৬ লাখ ৯০ হাজার টাকা বা ০.৪২ শতাংশ।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) বিদায়ী সপ্তাহে সূচক বাড়লেও টাকার অংকে লেনদেন কমেছে।

সাপ্তাহিক বাজার পর্যালোচনায় দেখা যায়, সপ্তাহের ব্যবধানে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১৫.১৭ পয়েন্ট বা ০.২৯ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ১৯৯.৬২ পয়েন্টে।

অপর সূচকগুলোর মধ্যে- ডিএসই-৩০ সূচক ৩.৬৯ পয়েন্ট বা ০.১৯ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৯৩০.৯৭ পয়েন্টে।

ডিএসই শরিয়াহ সূচক ডিএসইএস ১১.৫৪ পয়েন্ট বা ০.৯৯ শতাংশ কমে দাঁড়িয়েছে এক হাজার ১৬৬.৬৪ পয়েন্টে।

এছাড়া, ডিএসএমইএক্স সূচক ১৯.৩৯ পয়েন্ট বা ১.৭৮ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ১১০.২৬ পয়েন্টে।

বিদায়ী সপ্তাহে ডিএসইতে মোট ৩৯৬টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে।

এর মধ্যে দর বেড়েছে ১৬৪টি, কমেছে ১৮২টি এবং অপরিবর্তিত রয়েছে ৫০টি প্রতিষ্ঠানের।

বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৪৮ কোটি ৯২ লাখ ৭০ হাজার শেয়ার ৪ লাখ ৩৫ হাজার ৮৫বার হাতবদল হয়।

টাকার অংকে যার বাজার মূল্য দাঁড়িয়েছে ১ হাজার ৩৯২ কোটি ৪৮ লাখ ৪০ হাজার টাকা।

আর আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ১ হাজার ১৭৪ কোটি ১৫ লাখ টাকার।

অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে লেনদেন বেড়েছে ২১৮ কোটি ৩৩ লাখ ৪০ হাজার টাকা বা ১৮.৬০ শতাংশ।

বিদায়ী সপ্তাহের প্রথম কার্যদিবস লেনদেন শুরুর আগে ডিএসইতে বাজার মূলধন ছিল ৬ লাখ ৬০ হাজার ১৬০ কোটি ৯৬ লাখ টাকা।

আর সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে বাজার মূলধন দাঁড়িয়েছে ৬ লাখ ৬২ হাজার ৯৫১ কোটি ৪২ লাখ ৯০ হাজার টাকায়।

অর্থাৎ সপ্তাহের ব্যবধানে বাজার মূলধন বেড়েছে ২ হাজার ৭৯০ কোটি ৪৬ লাখ ৯০ হাজার টাকা বা ০.৪২ শতাংশ।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বিদায়ী সপ্তাহে সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১১৬.৮৫ পয়েন্ট বা ০.৮০ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ৫৫২.৩০ পয়েন্টে।

সিএসইর অপর সূচক সিএসসিএক্স ৬৫.৫৬ পয়েন্ট বা ০.৭৪ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৮ হাজার ৮৫৯.৫১ পয়েন্টে।

অপর ২টি সূচকের মধ্যে সিএসই-৫০ সূচক ১৩.২২ পয়েন্ট বা ১.১৯ শতাংশ এবং সিএসআই সূচক ২.৯৭ পয়েন্ট বা ০.৩২ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে- এক হাজার ১২০.১৩ পয়েন্টে এবং ৯৩২.০১ পয়েন্টে।

এছাড়া, সিএসই-৩০ সূচক ২২৩.৪৮ পয়েন্ট বা ১.৮৮ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১২ হাজার ৯২.৭০ পয়েন্টে।

সপ্তাহজুড়ে সিএসইতে ২৮১টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেনে অংশ নিয়েছে।

এর মধ্যে দর বেড়েছে ১২৭টি, কমেছে ১২৪টি এবং অপরিবর্তিত রয়েছে ৩০টির।

সপ্তাহটিতে টাকার পরিমাণে লেনদেন হয়েছে ১৬০ কোটি ৫৫ লাখ ৪৩ হাজার ৮৬০ টাকার।

আর আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ৩৮৮ কোটি ১৭ লাখ ৮৭ হাজার ৩৪১ টাকার।

অর্থাৎ সপ্তাহের ব্যবধানে সিএসইতে লেনদেন কমেছে ২২৭ কোটি ৬২ লাখ ৪৩ হাজার ৪৮১ টাকা বা ৫৮.৬৩ শতাংশ।

রিটার্নে ১১ খাতে লোকসান বিনিয়োগকারীদের

বিদায়ী সপ্তাহে (২৯ ডিসেম্বর’২৪-০২ জানুয়ারি’২৫) সাপ্তাহিক রিটার্নে দর কমেছে ১১ খাতে। এর ফলে এই ১১ খাতের বিনিয়োগকারীরা লোকসানে রয়েছে। একই সময়ে সাপ্তাহিক রিটার্নে দর বেড়েছে ৭ খাতে এবং অপরিবর্তিত রয়েছে ২টিতে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, আলোচ্য সপ্তাহে সবচেয়ে বেশি দর কমেছে তথ্য প্রযুক্তি খাতে। বিদায়ী সপ্তাহে এই খাতে দর কমেছে ৪.৯০ শতাংশ। ২.৩০ শতাংশ দর কমে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে লাইফ ইন্স্যুরেন্স খাত। একই সময়ে ১.৭০ শতাংশ দর কমে তালিকার তৃতীয় স্থানে অবস্থান করছে তথ্য প্রযুক্তি ও সেবা ও আবাসন খাত।

লোকসান হওয়া অন্য খাতের মধ্যে- আর্থিক খাতে ১.৬০ শতাংশ, ওষুধ ও রসায়ন খাতে ১.৪০ শতাংশ, সিমেন্ট খাতে ১.০০ শতাংশ, কাগজ ও প্রকাশনা খাতে ১.১০ শতাংশ, সিমেন্ট খাতে ১.০০ শতাংশ, টেলিকমিউনিকেশন খাতে ০.৫০ শতাংশ, বিবিধ খাতে ০.৩০ শতাংশ, বস্ত্র এবং জেনারেল ইন্স্যুরেন্স খাতে ০.০০ শতাংশ দর কমেছে।

এদিকে, সাপ্তাহিক রিটার্নে সবচেয়ে বেশি দর বেড়েছে ব্যাংক খাতে। এ খাতে সাপ্তাহিক রিটার্নে ৩.৪০ শতাংশ দর বেড়েছে।

অন্য খাতগুলোর মধ্যে- টেলিকমিউনিকেশন খাতে ১.৪০ শতাংশ, খাদ্য ও আনুষঙ্গিক খাতে ০.০১ শতাংশ, ট্যানারি খাতে ১.১০ শতাংশ, মিউচ্যুয়াল ফান্ড খাতে ০.৯০ শতাংশ, ভ্রমণ ও অবকাশ খাতে ০.৬০ শতাংশ এবং সিরামিকস খাতে ০.২০ শতাংশ দর বেড়েছে।

ডিএসইর পিই রেশিও বেড়েছে

বিদায়ী সপ্তাহে (২৯ ডিসেম্বর’২৪-০২ জানুয়ারি’২৫) ডিএসইর (ঢাকা স্টক এক্সচেঞ্জ) পিই রেশিও (সার্বিক মূল্য আয় অনুপাত) বেড়েছে। আগের সপ্তাহের তুলনায় ডিএসইর পিই রেশিও ০.৭৪ শতাংশ বা দশমিক ০.০৭ পয়েন্ট বেড়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, আলোচ্য সপ্তাহে ডিএসইর পিই রেশিও ৯.৫১ পয়েন্টে অবস্থান করছে। আগের সপ্তাহে ডিএসইর পিই রেশিও ছিল ৯.৪৪ পয়েন্ট।

খাতভিত্তিক হিসাবে পিই রেশিও বিশ্লেষণে দেখা যায়, ব্যাংক খাতে ৬.৮ পয়েন্ট, সিমেন্ট খাতে ১৪.০ পয়েন্ট, সিরামিকস খাতে ৩২০.৯ পয়েন্ট, প্রকৌশল খাতে ১৮.৬ পয়েন্ট, আর্থিক খাতে ২৯.৩ পয়েন্ট, খাদ্য খাতে ১৪.৩ পয়েন্ট, বিদ্যুৎ ও জ্বালানি খাতে ৫.৬ পয়েন্ট, সাধারণ বিমা খাতে ১৩.১ পয়েন্ট, আইটি খাতে ১৯.২ পয়েন্ট, পাট খাতে ৪৬.৯ পয়েন্ট, বিবিধ খাতে ৩২.৪ পয়েন্ট, মিউচ্যুয়াল ফান্ড খাতে ৫.২ পয়েন্ট, কাগজ খাতে ৩৫.১ পয়েন্ট, ওষুধ খাতে ১১.৬ পয়েন্ট, সেবা-আবাসন খাতে ১০.৩ পয়েন্ট, ট্যানারি খাতে ২৮.২ পয়েন্ট, ভ্রমণ ও অবকাশ খাতে ৬৮.১ পয়েন্ট, টেলিকমিউনিকেশন খাতে ১৩.১ পয়েন্ট ও বস্ত্র খাতে ১৪.৪ পয়েন্টে অবস্থান করছে।

আগের সপ্তাহে (২২-২৮ ডিসেম্বর’২৪) খাত ভিত্তিক পিই রেশিও ছিল- ব্যাংক খাতে ৬.৬ পয়েন্ট, সিমেন্ট খাতে ১৪.২ পয়েন্ট, সিরামিকস খাতে ৩২০.২ পয়েন্ট, প্রকৌশল খাতে ১৮.৬ পয়েন্ট, আর্থিক খাতে ২৯.৮ পয়েন্ট, খাদ্য খাতে ১৪.১০ পয়েন্ট, বিদ্যুৎ ও জ্বালানি খাতে ৫.৬ পয়েন্ট, সাধারণ বিমা খাতে ১৩.১ পয়েন্ট, আইটি খাতে ১৯.৬ পয়েন্ট, পাট খাতে ৪৯.৩ পয়েন্ট, বিবিধ খাতে ৩২.২ পয়েন্ট, মিউচ্যুয়াল ফান্ড খাতে ৫.২ পয়েন্ট, কাগজ খাতে ৩৫.২ পয়েন্ট, ওষুধ খাতে ১১.৮ পয়েন্ট, সেবা-আবাসন খাতে ১০.৫ পয়েন্ট, ট্যানারি খাতে ২৭.৯ পয়েন্ট, ভ্রমণ ও অবকাশ খাতে ৬৭.৭ পয়েন্ট, টেলিকমিউনিকেশন খাতে ১২.৯ পয়েন্ট ও বস্ত্র খাতে ১৪.৪ পয়েন্ট।

ব্লক মার্কেটে ১০ কোম্পানির ৬৯ কোটি টাকার লেনদেন

বিদায়ী সপ্তাহে (২৯ ডিসেম্বর’২৪-০২ জানুয়ারি’২৫) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে সর্বোচ্চ লেনদেন হয়েছে ১০ কোম্পানির।

কোম্পানিগুলো হলো- আলিফ ইন্ডাস্ট্রিজ, মিডল্যান্ড ব্যাংক, সানলাইফ ইন্স্যুরেন্স, এক্সপ্রেস ইন্স্যরেন্স, রিলায়েন্স ওয়ান, বেক্সিমকো ফার্মা, লিগ্যাসি ফুটওয়্যার, লাভেলো আইস্ক্রিম, ফাইন ফুডস এবং আইসিবি সোনালী ওয়ান।

আলোচ্য সপ্তাহে ডিএসইতে ব্লক মার্কেটে এই ১০ কোম্পানির মোট ৬৯ কোটি ১ লাখ ৬০ হাজার টাকা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, কোম্পানিগুলোর মধ্যে ব্লক মার্কেটে আলিফ ইন্ডাস্ট্রিজের সবচেয়ে বেশি টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহজুড়ে ব্লক মার্কেটে কোম্পানিটির ১৬ কোটি ১৫ লাখ ৫০ হাজার টাকা। বিদায়ী সপ্তাহে কোম্পানিটির সর্বশেষ দর ছিল ৯২ টাকা ৮০ পয়সা।

দ্বিতীয় সর্বোচ্চ মিডল্যান্ড ব্যাংকের ১২ কোটি ৪২ লাখ ৮০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। বিদায়ী সপ্তাহে কোম্পানিটির সর্বশেষ দর ছিল ৩১ টাকা ৬০ পয়সা।

তৃতীয় সর্বোচ্চ সানলাইফ ইন্স্যুরেন্সের ১২ কোটি ২৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। বিদায়ী সপ্তাহে কোম্পানিটির সর্বশেষ দর ছিল ৬৮ টাকা ৪০ পয়সা।

সপ্তাহজুড়ে ব্লক মার্কেটে লেনদেন হওয়া অন্য ৭টি কোম্পানির মধ্যে- এক্সপ্রেস ইন্স্যুরেন্সের ৫ কোটি ৮৫ লাখ টাকা, রিলায়েন্স ওয়ানের ৪ কোটি ৩৯ লাখ ৫০ হাজার টাকা, বেক্সিমকো ফার্মার ৪ কোটি ২৮ লাখ ৯০ হাজার টাকা, লিগ্যাসি ফুটওয়্যারের ৩ কোটি ৯৩ লাখ ৮০ হাজার টাকা, লাভেলো আইস্ক্রিমের ৩ কোটি ৫১ লাখ ৭০ হাজার টাকা, ফাইন ফুডসের ২ কোটি ৯৭ লাখ ২০ হাজার টাকা এবং আইসিবি সোনালী ওয়ানের ২ কোটি ৩৭ লাখ ৯০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

লেনদেনের শীর্ষে ওরিয়ন ইনফিউশন

বিদায়ী সপ্তাহে (২৯ ডিসেম্বর’২৪-০২ জানুয়ারি’২৫) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাপ্তাহিক লেনদেনে শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আলোচ্য সপ্তাহে লেনদেন তালিকার শীর্ষস্থান দখল করেছে ওরিয়ন ইনফিউশন।

সপ্তাহজুড়ে কোম্পানিটির ৮৪ কোটি ১৯ লাখ ২০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর লেনদেনের ৬.০৫ শতাংশ।

সপ্তাহজুড়ে কোম্পানিটির প্রতিদিন গড় লেনদেন হয়েছে ২১ কোটি ৪ লাখ ৮০ হাজার টাকার। বিদায়ী সপ্তাহে কোম্পানিটির সর্বশেষ দর ছিল ৩৮৭ টাকা ২০ পয়সা।

লেনদেনের দ্বিতীয় স্থানে রয়েছে রবি আজিয়েটা। সপ্তাহজুড়ে কোম্পানিটির ৪৩ কোটি ১৭ লাখ ২০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর লেনদেনের ৩.১ শতাংশ।

সপ্তাহজুড়ে কোম্পানিটির প্রতিদিন গড় লেনদেন হয়েছে ১০ কোটি ৭৯ লাখ ৩০ হাজার টাকার। বিদায়ী সপ্তাহে কোম্পানিটির সর্বশেষ দর ছিল ২৯ টাকায়।

সাপ্তাহিক লেনদেন তালিকার তৃতীয় স্থানে রয়েছে- বাংলাদেশ শিপিং কর্পোরেশন। সপ্তাহজুড়ে কোম্পানিটির ৪৩ কোটি ৭৮ লাখ ৮০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর লেনদেনের ৩.১ শতাংশ।

সপ্তাহজুড়ে কোম্পানিটির প্রতিদিন গড় লেনদেন হয়েছে ১০ কোটি ৭৮ লাখ ৭০ হাজার টাকার। বিদায়ী সপ্তাহে কোম্পানিটির সর্বশেষ দর ছিল ৯১ টাকা ৮০ পয়সায়।

এছাড়া, সাপ্তাহিক লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- সিটি ব্যাংকের ৩৭ কোটি ৭৪ লাখ ৪০ হাজার টাকা, পূবালী ব্যাংকের ৩৫ কোটি ৬৮ লাখ টাকা, ফাইন ফুডসের ৩৪ কোটি ৩৭ লাখ ২০ হাজার টাকা, আলিফ ইন্ডাস্ট্রিজের ৩২ কোটি ৩৪ লাখ টাকা, সানলাইফ ইন্স্যুরেন্সের ৩১ কোটি ৫০ লাখ ৪০ হাজার টাকা, বিএটিবিসির ২৭ কোটি ৬৬ লাখ টাকা এবং লাভেলো আইস্ক্রিমের ২৭ কোটি ৪৮ লাখ ৮০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

দর পতনের শীর্ষে প্রাইম ফাইন্যান্স ফাস্ট মিউচ্যুয়াল ফান্ড

বিদায়ী সপ্তাহে (২৯ ডিসেম্বর’২৪-০২ জানুয়ারি’২৫) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাপ্তাহিক দর পতনের শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ করা হয়েছে। ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এই তথ্য জানা গেছে।

আলোচ্য সপ্তাহে সবচেয়ে বেশি দর কমেছে প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের। সপ্তাহজুড়ে প্রতিষ্ঠানটির দর কমেছে ১১.৮৪ শতাংশ।

আগের সপ্তাহের শেষ কার্যদিবসে কোম্পানিটির দর ছিল ৩০ টাকা ৪০ পয়সা। গত সপ্তাহের শেষ কার্যদিবসে যার পরিমাণ দাঁড়িয়েছে ২৬ টাকা ৮০ পয়সা। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির দর কমেছে ৩ টাকা ৬০ পয়সা।

সাপ্তাহিক দরপতন বা লুজার তালিকায় দ্বিতীয় স্থানে থাকা খান ব্রাদার্সের শেয়ার দর কমেছে ৯.৭৮ শতাংশ।

আগের সপ্তাহের শেষ কার্যদিবসে কোম্পানিটির দর ছিল ১৪৪ টাকা ২০ পয়সা। গত সপ্তাহের শেস কার্যদিবসে যার পরিমাণ দাঁড়িয়েছে ১৩০ টাকা ১০ পয়সায়। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির দর কমেছে ১৪ টাকা ১০ পয়সা।

৮.৮৫ শতাংশ দর কমে সাপ্তাহিক লুজার তালিকার তৃতীয় স্থানে রয়েছে ওরিয়ন ইনফিউশন।

আগের সপ্তাহের শেষ কার্যদিবসে কোম্পানিটির দর ছিল ৪২৪ টাকা ৮০ পয়সা। গত সপ্তাহের শেস কার্যদিবসে যার পরিমাণ দাঁড়িয়েছে ৩৮৭ টাকা ২০ পয়সায়। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির দর কমেছে ৩৭ টাকা ৬০ পয়সা।

সাপ্তাহিক দর পতনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- জুট স্পিনার্সের ৮.৭৫ শতাংশ, বিকন ফার্মার ৮.০১ শতাংশ, মিথুন নিটিংয়ের ৭.৭৫ শতাংশ, রূপালী লাইফ ইন্স্যুরেন্সের ৬.৭০ শতাংশ, ড্যাফোডিল কম্পিউটারসের ৬.৬৬ শতাংশ, নর্দার্ন ইন্স্যুরেন্সের ৬.২৬ শতাংশ এবং ড্রাগন সোয়েটারের ৬.১৪ শতাংশ দর কমেছে।

দর বাড়ার শীর্ষে ওয়েস্টার্ন মেরিন

বিদায়ী সপ্তাহে (২৯ ডিসেম্বর’২৪-০২ জানুয়ারি’২৫) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ করা হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

আলোচ্য সপ্তাহে সবচেয়ে বেশি দর বেড়েছে ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ডের। সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৪৩.৭৫ শতাংশ।

আগের সপ্তাহের শেষ কার্যদিবসে কোম্পানিটির দর ছিল ৬ টাকা ৪০ পয়সা।

গত সপ্তাহের শেষ কার্যদিবসে যার পরিমাণ দাঁড়িয়েছে ৯ টাকা ২০ পয়সায়। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির দর বেড়েছে ২ টাকা ৮০ পয়সা।

ডিএসইর গেইনার তালিকার দ্বিতীয় স্থানে থাকা খুলনা প্রিন্টিংয়ের শেয়ার দর বেড়েছে ২৯.১১ শতাংশ।

আগের সপ্তাহের শেষ কার্যদিবসে কোম্পানিটির দর ছিল ৭ টাকা ৯০ পয়সা। গত সপ্তাহের শেষ কার্যদিবসে যার পরিমাণ দাঁড়িয়েছে ১০ টাকা ২০ পয়সা। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির দর বেড়েছে ২ টাকা ৩০ পয়সা।

১৯.০৫ শতাংশ দর বেড়ে সাপ্তাহিক গেইনার তালিকার তৃতীয় স্থানে অবস্থান করছে ইয়াকিন পলিমার।

আগের সপ্তাহের শেষ কার্যদিবসে প্রতিষ্ঠানটির দর ছিল ৮ টাকা ৪০ পয়সা। গত সপ্তাহের শেষ কার্যদিবসে যার পরিমাণ দাঁড়িয়েছে ১০ টাকায়। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির দর বেড়েছে ১ টাকা ৬০ পয়সা।

সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে- লিগ্যাসি ফুটওয়ারের ১৫.৮৫ শতাংশ, রূপালী ব্যাংকের ১৪.৫৫ শতাংশ, মার্কেন্টাইল ইন্স্যুরেন্সের ১৩.৩৩ শতাংশ, হামি ইন্ডাস্ট্রিজের ১২.৯০ শতাংশ, শার্প ইন্ডাস্ট্রিজের ১২.২২ শতাংশ, এস আলম কোল্ড রোল্ডের ১১.৩৪ শতাংশ এবং ওয়ান ব্যাংকের ১০.৮৪ শতাংশ দর বেড়েছে।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন: